কবি সুতপা সেনগুপ্ত - জন্ম গ্রহণ করেন কলকাতায়।
তিনি হোলি চাইল্ড ইনস্টিটিউট, কলকাতায় স্কুল জীবন শুরু করেন। ১৯৭৭ সালের পরে তিনি বেথুন
কলেজিয়েট স্কুলে যোগ দিয়ে সেখান থেকেই ১৯৭৯ সালে স্কুলের পড়া শেষ করেন। এর পর তিনি প্রেসিডেন্সী
কলেজ থেকে স্নাতক হন ১৯৮৩ সালে। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর লাভ করেন ১৯৮৭
সালে। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজে যুক্ত।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “অন্ধকারের নৌকো” (১৯৮৪), “ধুতুরা” (১৯৮৯), “আনতব্রজা”
(১৯৯০), “স্ত্রীর পত্র” (১৯৯৯), "ঘোড়ারোগ" (২০০০), "ছোকরা ছোকরা শ্যাম রায়-বাই" (২০০৩), "শ্রেষ্ঠ কবিতা"
(২০০৫), "অফুরন্ত নুরজাহান" (২০০৯), "মনোহর বেতসের চোখ" (২০১৪), "লুনী সিরিজ" (২০১৬), "মৃগদাব
দাহের প্রাক্কালে" (২০১৮), "জন্নত-ই-শৃঙ্গার" (২০১৮) প্রভৃতি।
তাঁর সম্পাদনায় প্রকাশিত "বাংলা কবিতা উত্সব পত্রিকা" (১৯৯৮ - ২০০২) এবং "নতুন কৃত্তিবাস পত্রিকা"
২০১৫-।
তাঁর রচনাসম্ভার ও কর্মযজ্ঞের আভাস, পড়তে এখানে ক্লিক করুন . . .।
কবির প্রাপ্ত সম্মানের মধ্যে রয়েছে কৃত্তিবাস লিটারারি গ্রুপ এর কৃত্তিবাস পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকারের
সুকান্ত স্মৃতি পুরস্কার, প্রেসিডেন্সী কলেজ প্রদত্ত অধ্যাপক তারকনাথ সেন স্মৃতি পুরস্কার ও বিভূতিভূষণ
বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রদত্ত বাণী বোস স্মৃতি পুরস্কার প্রভৃতি।
আমরা মিলনসাগরে কবি সুতপা সেনগুপ্তর কবিতা তুলে আনন্দিত।
উত্স – নমিতা চৌধুরী ও অনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত, মহিলা কবিদের বাংলা কবিতা সংকলন
. দামিনী ১৪০০ - ২০০০।
. দেশ এর কবিতা, ১৯৮৩ - ২০০৭।
কবি সুতপা সেনগুপ্ত মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির ফেসবুক পাতায় যেতে এখানে ক্লিক করুন . . . ।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ০১.০৭.২০১৩
পরিবর্ধিত সংস্করণ - ১৪-১-২০১৯
...