কবি স্বপ্না গঙ্গোপাধ্যায়
– জন্মগ্রহণ করেন বহরমপুরে। তিনি পেশায় সাংবাদিক ছিলেন।
তাঁর প্রকাশিত কাব্য গ্রন্থের মধ্যে রয়েছে “নির্জনে একা”, “গর্বিত কুসুম উঠুক ফুটে”, “পাথরে জলছাপ”,
“সময়ের দিনলিপি”, “সম্পর্ক” প্রভৃতি।
তিনি বিধাননগর সংবাদ এবং পুরবায়তন পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন।
তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
আমরা
মিলনসাগরে
কবি
স্বপ্না গঙ্গোপাধ্যায়ের
কবিতা তুলে আনন্দিত।
উত্স -
নমিতা চৌধুরী
ও
অনিন্দিতা বসু সান্যাল
সম্পাদিত, মহিলা কবিদের বাংলা কবিতা সংকলন
. দামিনী ১৪০০ - ২০০০।
কবি
স্বপ্না গঙ্গোপাধ্যায়ের
মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন
।
আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ৩০.০৭.২০১৩
...