কবি স্বর্ণকুমারী দেবীর কবিতা যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। |
তোমার কোমল বুকে বাজিল অভাগা-দুখে, তাই ত, সদয়া বালা ! দিলে নিজ মন ! বার বার শত শত ঘেরিল তরঙ্গ যত যতই নিবিড় ঘন বিষাদের রাতি ; ততই দ্বিগুণ, প্রিয়া, উজলিল দুই হিয়া, ততই বিমলতর প্রণয়ের ভাতি ! যতদিন মোর লাগি সোহাগে উঠ্বে জাগি, সখি লো! অধরে তোর মধুময় হাসি--- ততদিন, প্রিয়ে, শোন, আমার হৃদয় মন সুখ বলি মনিবে লো বিপদের রাশি ! . ************************ . সুচিতে... মিলনসাগর |
হাস একবার স্বর্ণকুমারী দেবী |