কবি স্বর্ণকুমারী দেবীর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
তোমার কোমল বুকে                 বাজিল অভাগা-দুখে,
তাই ত, সদয়া বালা ! দিলে নিজ মন !
বার বার শত শত                      ঘেরিল তরঙ্গ যত
যতই নিবিড় ঘন বিষাদের রাতি ;
ততই দ্বিগুণ, প্রিয়া,                     উজলিল দুই হিয়া,
ততই বিমলতর প্রণয়ের ভাতি !
যতদিন মোর লাগি                    সোহাগে উঠ্বে জাগি,
সখি লো! অধরে তোর মধুময় হাসি---
ততদিন, প্রিয়ে, শোন,                    আমার হৃদয় মন
সুখ বলি মনিবে লো বিপদের রাশি !

.                ************************                  
.                                                                                                   
সুচিতে...   




মিলনসাগর
সে কেমনে চলে যায়  
স্বর্ণকুমারী দেবী

সে কেমনে চলে যায় !
আমার ত দেখিলে তাহায়,
শুধু মুখপানে চেয়ে, প্রাণ উ
শতবার হৃদিমাঝে বিদ্যুতে
সদা ভয়ে ভয়ে সারা, বুঝি
হৃদয়ের ভাব বুঝি নয়নে প্র
সে ত বুঝিতে না পারে, শুধু
মনে মন না বুঝিলে কে বো
আমি বড় ভালবাসি সে মুখে
মলিন দেখিলে মুখ বুক ফে
তবু সাধ যায় সখি, এক বা
সে প্রাণে বেজেছে ব্যাথা না
দেখিতে পাইনে বলে হৃদয়ে
সখি এ হেঁয়ালি বল কে বো

.          ************************                  
.                                                                               
সুচিতে...   




মিলনসাগর

.        ************************                  
.                                                                               
সুচিতে...   




মিলনসাগর
কেন, সখা, যাও ভুলে, প্রাণের এ অন্তঃপুর
তোমাতেই তন্ময়, তোমাতেই ভরপুর!
তোমার যা কিছু নয়
নাহি স্থান হৃদিময়,
হৃদয়ে পশিতে গিয়ে ফিরে যায় অতি দূর!

আঘাত-বেদনাটুকু শুধু তার প্রাণে লাগে |
সে কি না তোমারি দান,
তৃপ্ত তাহে অভিমান,
আদরেরি মত তাই হৃদয়েতে সদা যাগে!

.        ************************                  
.                                                                               
সুচিতে...   




মিলনসাগর
কেমনে ভুলি
স্বর্ণকুমারী দেবী

সে ভুলেছে, আমি কে
নূতন বসন্তে নূতন হা
মধুর নয়নে মধুর চাও
ফুল তুলে চুলে পরাই
থাকিয়া থাকিয়া পাপি
হায়! সে ভুলেছে বলে

গাছের তলায় খেলার
প্রাণের মাঝারে প্রেমে
কথায় কথায় মান অ
ভালবাসে কিনা এই আ
হায়! সে ভুলেছে তাই

ধীরে ধীরে বলা মনের
নয়নের নীরে প্রেম-আ
পুরাতন ছলে নূতন ব্যা
আবেগে দেখান হৃদয়
হায়! সে ভুলেছে বলে

স্বপনেতে যেন আত্ম-
সুখের সাগরে মগন হৃ
মুহুর্তের মাঝে অনন্ত
স্বর্গে পরিনত মরত-ধূ
সে কি ভোলা যায় !

.        ************************                  
.                                                                               
সুচিতে...   




মিলনসাগর
হাস একবার
স্বর্ণকুমারী দেবী
যামিনী
স্বর্ণকুমারী দেবী
প্রতিদান