কবি স্বর্ণকুমারী দেবীর কবিতা |
দেখিতে সুন্দর শুভ্র বালুক সাহারা! কেন মরেনা তাহারা! এস, ভাই, ম'রে তবে বাঁচি! ধর্মহীন কর্মহীন, হেয়, পদানত, দীন ; বাঁচিয়া যে মরিয়াই আছি--- এস, ভাই, ম'রে তবে বাঁচি! আয়, ভাই, আয় তবে আজি--- সাধিতে মায়ের কাজ, মহূর্ত না করি ব্যাজ এক সূত্রে মরিবারে সাজি--- আয় তবে আয় সবে আজি! . ************************ . সুচিতে... মিলনসাগর |
কে জানে হরষে মাতোয়ারা ; সুনীল অম্বর পাশে তারাটি মুচকি হাসে, কোথা থেকে বহে গীতধারা! মধুর স্বপন-বেশ, মধুর স্বপন-দেশ, সঙ্গীতের মধুর উচ্ছ্বাস ; বিহ্বল চাঁদিনী নিশি, বিহ্বল বাসন্তী দিশি, প্রাণে জাগে আকুল পিয়াস! . ************************ . সুচিতে... মিলনসাগর |
তবু তারা হাসে স্বর্ণকুমারী দেবী |
বসন্ত জ্যোত্স্নায় স্বর্ণকুমারী দেবী |