কবি স্বর্ণকুমারী দেবীর কবিতা
ভাবিও না
স্বর্ণকুমারী দেবী

উথলিত অশ্রুবারি এ পোড়া
ভাবিও না আমারে যে ভুলে
তুমি আছ শান্তি-সুখে, কাঁদিব
কে আমি করিব আশা আরো
ভাল যে বাস না মোরে, ভুলে
ভালই করেছ, সখে, আর কি
ভাবি দুখিনীর কথা, আর ত'
তুমি ত' নিশ্চিন্ত হলে, হোক
পাছে সমদুখী জনে, আমি ব্যথা
আমা দুখে পাছে তব মুখানি
এই যে আশঙ্কা ছিল, সে আশ
আর ত বস না ভাল, হয়েছ
তবে আর কিসে ডরি, যাহা
নাহি ত মমতা-ডোর, কে আ
নিশ্চিন্তে মরণ-বুকে, ঘুমাতে
সুখ-অশ্রু পড়ে তাই, ভেবো

.        ************************                  
.                                                                               
সুচিতে...   




মিলনসাগর
শত কণ্ঠে কর গান
স্বর্ণকুমারী দেবী

শত কণ্ঠে কর গান,
মায়ের রাখিব মান---
আর না করিব ভিক্ষা,
এই মন্ত্র, এই দীক্ষা, এ
সাক্ষী তুমি মহাশূণ্য,
ঘুচাব মায়ের দৈন্য,---
পরি ছিন্ন দেশী সাজ,
মায়ের দীনতা-লাজ
এই আমাদের ধর্ম, এ
এই বস্ত্র, এই ধর্ম, এই
নমো নমো বঙ্গভূমি,
তোমার চরণে নমি,

.        ************************                  
.                                                                               
সুচিতে...   




মিলনসাগর
দেখিতে সুন্দর শুভ্র বালুক সাহারা!
কেন মরেনা তাহারা!
এস, ভাই, ম'রে তবে বাঁচি!
ধর্মহীন কর্মহীন,                হেয়, পদানত, দীন ;
বাঁচিয়া যে মরিয়াই আছি---
এস, ভাই, ম'রে তবে বাঁচি!
আয়, ভাই, আয় তবে আজি---
সাধিতে মায়ের কাজ,          মহূর্ত না করি ব্যাজ
এক সূত্রে মরিবারে সাজি---
আয় তবে আয় সবে আজি!

.                  ************************                  
.                                                                                                    
সুচিতে...   




মিলনসাগর
শারদ জ্যোত্স্নায়
স্বর্ণকুমারী দেবী

শরতের হিম জ্যোছনা
নিশীথিনী আকুল নয়নে
বহুদিন পরে যেন পেযে
অশ্রুর লহরী মাখা সুখে
বসন্তের প্রথম বাতাস---
সুখের মাঝারে যথা জা
প্রাণ কেঁদে ওঠে হেরি
হারান স্মৃতির ছায়া বেড়া
ও ছায়া কহার ছায়া ?  
চিনিতে পারিনে যেন চি
আকুল ব্যাকুল প্রাণ ধ
যতই ধরিতে যাই ধীরে
বড় যেন আপনার ছিল
আজ কি ভাবিছে হেথা
কাছে এসে তাই কিরে
ফুটন্ত জোছনা-হাসি ক
তাই প্রাণ কেঁদে ওঠে

.          ************************                  
.                                                                                   
সুচিতে...   




মিলনসাগর
কে জানে হরষে মাতোয়ারা ;
সুনীল অম্বর পাশে          তারাটি মুচকি হাসে,
কোথা থেকে বহে গীতধারা!
মধুর স্বপন-বেশ,          মধুর স্বপন-দেশ,
সঙ্গীতের মধুর উচ্ছ্বাস ;
বিহ্বল চাঁদিনী নিশি,          বিহ্বল বাসন্তী দিশি,
প্রাণে জাগে আকুল পিয়াস!

.          ************************                  
.                                                                                   
সুচিতে...   




মিলনসাগর
তবু তারা হাসে
স্বর্ণকুমারী দেবী
বসন্ত জ্যোত্স্নায়
স্বর্ণকুমারী দেবী