কবি স্বর্ণকুমারী দেবীর কবিতা |
বিরহে যাপি যামী, ঘুমায় ছিনু আমি স্বপনেতে মিলন-উল্লাস! সহসা বজ্রপাত কড়াক্কড় নিনাদ কাঁপি উঠি, হৃদয়ে তরাস! নয়ন মেলি চাই, কোথায় কেহ নাই, উথলিত আকুল নিশ্বাস! আমার বঁধুয়া পরবাস! . ************************ . সুচিতে... মিলনসাগর |
তোমার রূপের জ্যোতি বিমল প্রশান্ত অতি, তপ্ত মরু স্পর্শ পেয়ে স্নিগ্ধ সুশীতল | সেদিন গিয়াছে, তবু দ্রুতগামী কাল হরিতে পারেনি তব সুধা রূপ-জাল | অতুল অফুট সেই সৌন্দর্য্য লাজের, সহিতে নারিত তাহা আঁখি অপরের! কাল শুধু পূর্ণতম মোহিনী প্রভায় ফুটায় তুলেছে তাহা যৌবন-শোভায়! ফুটন্ত কুসুম যথা পাতার মাঝারে আকুল আবেশে ভরা সৌরভের ভারে! দিবাকর দ্বিপ্রহরে যথা পূর্ণ শোভা ধরে, তেমনি কোমল তব আধ-ফুট রূপ নব, বিকশিত অপরূপ প্রদীপ্ত আকারে! . ************************ . সুচিতে... মিলনসাগর |
পাখিটিরে, |
আঁখে, অমনি রোষানল নেহারি! আকাশে ঘন ঘটা ঢাকিয়া রবিছটা, যখন বারি ধারা বরষে ; আমার অভিমান, তোমার প্রেমগান, আকুল সাধাসাধি যেন সে | আবার মেঘ ছুটে আলোক হাসি লুটে, প্রশান্ত চারিদিক অতিশয় ; ফুরায় ধীরে বেল ; মেঘের চারু খেলা, তোমার প্রেমলীলা প্রকাশয়! সন্ধ্যায় চাঁদ ওঠে, জ্যোত্স্নায় ফুল ফোটে, পাপিয়া গাহে গান, তারকা হেসে চায় ; আবেশে ঢল ঢল মধুর সুকোমল, অলস দিশা হারা চাহনি তব তায়! রজনী সুগভীর নিদ্রায় ধীর স্থির, স্বপন তোমারি যে বিরচয় ; বিরহ যেথা যত, মিলনে অনুরত, গাঁথিছে মিলে মিলে প্রেমের সুবিষ্ময় | কে বলে তুমি দূরে ? আমার হৃদিপুরে তোমার করিয়াছি স্থাপনা! আমিত দিবানিশি, তোমাতে আছি মিশি, আপনা হতে তুমি আপনা! . ************************ . সুচিতে... মিলনসাগর |
শ্রাবণ স্বর্ণকুমারী দেবী |
সুন্দরী স্বর্ণকুমারী দেবী |
বিরহ কারে কয় ? (কবিতা ও গান কাব্যগ্রন্থ থেকে) স্বর্ণকুমারী দেবী |