অধীর চপল প্রভাতী সমীর
. চুমিছে কপোল হরষে ||
(আজি) এ নব প্রভাতে সে করুণ তানে
. পরাণ পাগলপারা |
ওগো মনোময়! এস গো! বারেক
. মুছাতে নয়ন-ধারা ||
. (৫)
এস! শোভাময় দেবতার বেশে,
দীনার আঁধার অন্তর-আকাশে
ধ্রুবতারাসম কর বরিষণ
. বিমল কিরণ-ভাতি |
সে আলোকে মোর হউক উজল
. মৃত্যু আঁধার রাতি ||
কবি স্বর্ণলতা দেবীর কবিতা
|
ঈশ্বরের করুণা প্রার্থনা
স্বর্ণলতা দেবী
পৃষ্ঠা-৪৩, বামা রচনাবলী (প্রথম ভাগ), ১১ মাঘ ১২৭৮ (২৪.১.১৮৭২)
আকুল আহ্বান
স্বর্ণলতা দেবী
শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় এবং অরুণ কুমার মুখোপাধ্যায় সম্পাদিত, “উনবিংশ শতকের
গীতিকবিতা সংকলন” (১৯৫৯) গ্রন্থ থেকে।