আমরা মিলনসাগরে তাঁর কবিতা তুলে, তাঁকে আগামী প্রজন্মের মাঝে নিয়ে যাওয়াই আমাদের মূল উদ্দেশ্য |
আমরা তাঁকে এভাবে আমাদের শ্রদ্ধাঞ্জলী জানাতে পেরে, নিজেদের ধন্য মনে করছি |
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
পাতাটি প্রথম প্রকাশিত হয়েছে - ২৫.১২.২০১১
পরিবর্ধিত সংস্করণ - ১৭.০৬.২০১৫
...
কবি স্বর্ণলতা দেবী - তাঁর জন্ম ও মৃত্যু দুই আমাদের অজানা। কেউ যদি আমাদের কাছে এই কবি
সম্বন্ধে আরো তথ্য (তথ্যের উত্স-সহ) এবং ছবি পাঠান তাহেল আমরা প্রেরকের নাম এই পাতায় উল্লেখ
করবো, আমাদের কৃতজ্ঞতাস্বরূপ।