কবি সৈয়দ আফসার - বাংলাদেশের শূন্যদশকের সুপরিচিত কবি। তিনি জন্মগ্রহণ করেন সৈয়দ পুর, জগন্নাথ পুর, সুনামগঞ্জ, বাংলাদেশ-এ। বর্তমানে কবি ইংল্যাণ্ড-এ বসবাস করছেন |
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে নিঃসঙ্গী নিহিতার্থে(২০০৭), যথা কথকতা (২০০৯) জলের করাত ২০১০। উড়াল হাওয়া (২০১১) সম্পাদনা : অর্কিড সাহিত্যেও ছোট কাগজ।
তাঁর কবিতা প্রসঙ্গে গুণীজনেরা বলেন — সৈয়দ আফসার অন্যরকম লেখেন না। লেখেন নিজের মতো। তাই তার ভাষাও ছন্দমুক্ত। শব্দ বিষয়ের ভিতর দোলায়, উৎরায়। কখনো কখনো তিনি কবিতাকে এমন রূঢ় বাস্তবতার মায়াজালে আবদ্ধ করেন সেখানে পুরনো চিন্তা নবরূপে জন্ম নেয়। নতুন এক আবহে শৈল্পিক- টানাপড়েনে তার কবিতা উদ্বেলিত। তবে মন্থর নয়। যথায় রহস্যের কথা তথায় কবিতার উন্মোচন। তার খাপখোলা কথার শেষাবধি মানুষ নামক মানসের পরিচয় প্রধান হয়ে উঠেছে।
কবি সৈয়দ আফসারের আরও কবিতা পড়তে, নিচে দেওয়া তাঁর নিজস্ব ব্লগগুলিতে ঘুরে আসুন......