কবি সৈয়দ মুজতবা আলীর কবিতা
*
প্রিয়ার চোখে আমার চোখে
.        যদি যেতো মিলে।

.           *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
অছাপা ছাপা বেবাক মাল প্রাচীন আর নব।

কহেন গুণী, ‘বাড়ীর জোরে বিশেষ এক প্রাণী
তোরিয়া হয়ে বীরেরে যায় হানি।’
আম্মো তাই সাহস করি তবে
---হুঙ্কারিয়া টঙ্গী ঘরে নাচিয়া ভৈরবে
মনের সুখে করিব গালাগাল,
বলিব, ‘তব তাবৎ লেখা নেহাৎ জঞ্জাল
রদ্দি ওঁচা, ভ্যাপসা পচা, থাড্ডো কেলাশ অতি
ওরে রে দুর্মতি
বাড়াস কেন এ দুনিয়ার বিভীষিকার ভার
নাম যে কণা, রণামাত্র সন্দেহ নেই তার।’

.           *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
.        বন্ধুরা হাসাহাসি করেছিল ;
.        আমি যখন একদিন এই রঙের একটি মেয়েকে ভালবেসেছিলুম,
.        কারণ আমার রঙ তখন ছিল ফর্সা,
.                ---আজ আমার ছেলে ফিরোজের মত---।

.        হাট্ টা দুম করে বন্ধ হয়ে গেল।

.               *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
দুজনার সাথে বেশ কিছু আছে বাই!

তার মনে লয় কমলিনী তিনি নাকি
কল্পনা করে গড়েছে আপন মনে
ফ্যাকাশে চেহারা---তাই লয় মোর মন
নিজেরে হেরো না, চন্দ্রমাসম গণে!

কমলিনী ঐ খুলিল পাপড়িগুলি
চন্দ্রমা পানে তুলে ধরে তার আঁখি
কোথায় না ভরা সফল জীবন পাবে---
হাতে তার, হায় কবিতাটি শুধু রাখি।

.         *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*

.                *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
গান
কথা - কবি সৈয়দ মুজতবা আলী
সুর – পণ্ডিত রতনজানকর
কলকাতা ১৯৬৩

কীই বা হ’ত তোমার রাজা
কিসের কণা ভাবিয়া মনে হদীস নাহি পাই
কবি সৈয়দ মুজতবা আলী

.                                ২১শে নভেম্বর ১৯৪৭
.                                মৌলবী বাজার

প্রিয় কণামিয়া,

মডার্ন কবিতা
কবি সৈয়দ মুজতবা আলী
১২ জুন ১৯৫৫

এখানে কত রকম গরমই না পড়ে।
রবীন্দ্র-জন্মশতবর্ষে
কবি সৈয়দ মুজতবা আলী
১২ই এপ্রিল ১৯৬১

শতাব্দী হয়েছে পূর্ণ। আজি হতে শতবর্ষ পরে