কবি তমালিকা পণ্ডাশেঠ-এর কবিতা যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
|
যেখানে সমস্ত বোঝাপড়া শেষ-----
. সেখানে সন্দেহের কোনো
. অবকাশ আছে কি ?
তোমার জন্য আমি অর্জুন ------ লক্ষ্যে স্থির----
. দৃষ্টি নিবদ্ধ রেখেছি শুধু মাছের চোখে
পাখনা ---শরীর----গোটা মাছ আমার কাছে অদৃশ্য
. শুধু চোখ ছাড়া আমি আর কিছুই দেখি না----
পৃথিবীর সব স্রোত একদিকে
. অন্যদিকে আমি
. বিপরীত স্রোত ঠেলে
. কেবলই তোমার দিকে এগিয়ে চলেছি
. কিন্তু দূরত্ব কমছে না কিছুতেই
. মনে হয়-------
. ******************
. সুচিতে...
মিলনসাগর
. তবু মানুষ যুগে যুগে সেই বিষই গলাধঃকরণ
. করেছে-----
আমার বুকভরা সেই অমৃতস্বাদী গরল
আমাকে ----- আমার চেতনাকে বিবশ করে রেখেছে
সুচেতনা, জেনে রেখো, জীবনে যত সম্পদ করেছ
. সঞ্চয় ---- তার থেকেও বেশী
. তার থেকেও অমূল্য হৃদয় নিয়ে অপেক্ষমান----
. বসে আছি নিঃশেষ উজাড় হবো বলে------
. কী বলে ফেরাবে বলো আজ ?
. দায়, দায়িত্ব, কঠিন কর্তব্যের বাহানা
. মানি না------
এত বেশী শৃঙ্খলাপরায়ণ, এত বেশী দায়বদ্ধ
. এত বেশী কুন্ঠিত কাউকে
. কি ভালবাসা যায় ?
. ******************
. সুচিতে...
মিলনসাগর
সত্যিই ত’ আমি নই কৈশোরের
. আমি এক কলেজের সহপাঠিও না
. মিছিলের মিলিত মুষ্ঠি
. সম্মিলিত কন্ঠ নয় |
. তবে কে আমি------
. আমি কে ?
. কে আমাকে আনল ডেকে
. এই অবেলায় ?
. আমি কি ভূমিষ্ঠ হইনি ?
. মাটি কি কোল দেয়নি আমাকে ?
. আমার শিরায় কি রক্তের নীল রঙ !
আমার পোড়া অন্তঃকরণ জোড়া শুধু ছাই-----
সুচেতনা ---- ভালবাসা নেই ? আমি কি ভিক্ষুক না পরিব্রাজক ?
নাকি গগনবিহারী শুধু এক ধূমকেতু !
কী হেতু এমন প্রশ্ন করলে আমাকে-----
. হা ---- সত্যি বলো আমি কে ?
. কে আমি তোমার ?
. ******************
. সুচিতে...
মিলনসাগর
তমালিকা পণ্ডাশেঠ-এর কবিতা . . .
কাল থেকে জ্বর
. এলে না ত’ একবারও
কী অসহ্য লাগে এই করুণ-বিষাদ মাখা
. দীর্ঘ দুপুরগুলি যদি জানতে
অর্ধেক চেতনা ---- অর্ধেক আচ্ছন্ন অবস্থায় মনে হয়
. বিছানায় নয়-----তা হলে কোথায় যাবো
তোমার সঙ্গে বসে আছি মিলনসাগরে
. নাটশালে নদীতীরে সবুজ মাদুরে
অবচেতন মন জুড়ে তুমুল বৃষ্টি
. মনে হয় এক ছাতায় জড়সড়
তোমার সঙ্গে গড়ের মাঠ পার হচ্ছি
চুপচুপে ভিজে জামা কাপড়ে প্রবীণ বৃক্ষের
. আশ্রয়ে দু’জনে দু’জনকে দেখে
আবিষ্কারের আনন্দে হেসে উঠেছি
বৃষ্ঠি একাত্ম আনন্দিত গঙ্গার ছলছল কন্ঠে |
কিন্তু বাড়ি ফিরলাম কী করে------
. ট্রামে বাসে এমন মূর্তি ‘স্ট্রিক্টলি প্রোহিবিটেড’
. ******************
. সুচিতে...
মিলনসাগর
তমালিকা পণ্ডাশেঠ-এর কবিতা . . .
থা --- সেই এক অনড় ভাবনা---
কেন বোঝ না---
কোনো বয়স নেই
অর্গল নেই
প্রভাত রশ্মির মত
জলপ্রপাতের মত
কর মত
. মত
তমালিকা পণ্ডাশেঠ-এর কবিতা . . .
তমালিকা পণ্ডাশেঠ-এর কবিতা . . .