কবি তমালিকা পণ্ডাশেঠ-এর কবিতা
যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
*
.                        মত লাগে
আমার কঠিন আলিঙ্গনের বাঁধনে-----
.         তোমাকে একটা ছটফটে
.         নরম প্রজাপতি মনে হয় |
চোখের পাতায় যখন আলপনা আঁকি
.                     ঠোঁটের তুলিতে-----
.         মনে হয় প্রজাপতির ফুরফুরে ডানায়
.                                ঠোঁট রেখেছি-----

তুমি চলে যাওয়ার পরও
.        ডানার রেণু গুঁড়োগুঁড়ো
.        হয়ে ছড়িয়ে থাকে
.        আমার সর্বাঙ্গে |
.        মধুবন্তী আমার----
কোনো অসুবিধা হয়নি ত’ ফেরার |
ঘরে ফিরে কারো চোখে
.         লুকানো শানিত ছুরি
.                    দেখেছ কি ?
এইসব ভাবনায় ভয়ে ভয়ে থাকি-----
না------ তেমন কিছু না-------
.         দরজার ওদিকে যথারীতি
ভাবলেশহীন পাথুরে মুখে বুলাকি
বৈঠকখানায় খোলা ---- না খোলা একগাদা
.         চিঠি ও কাগজের ভিড়ে মগ্ন গৃহস্বামী
জুতো খোলার সময় এক তেরছা চাহনি
.          ছাড়া ----- আর কোনো অস্ত্র
.          প্রয়োগ করেননি |
হাঁফ ছেড়ে দৌড়ে নিজের ঘরে-----
.                      খাটের ওপর ব্যাগ ছুঁড়ে-----
.          বর্তমান ----- রকিং চেয়ারে দোদুল্যমান
.          এখন ---- প্রশ্ন করছি --- নিজেকে
.          কী-কী খুইয়ে এলাম-----
.          এমন সময় তোমার ফোন----

.                ******************     
.                                                                                     
সুচিতে...   


মিলনসাগর
*
ঘর ? না স্তুপীকৃত অন্ধকার ! যন্ত্রণার ধ্বংসাবশেষ ও
.                         আবর্জনার রাশি |

আজ সকালে ঝড়ের হাওয়ায় ভর করে তুমি এলে
.          দু’হাতে ঠেলে খুলে দিলে
.                     সব বন্ধ জানালা
.          ডানা ঝটপটিয়ে উড়ে গেল
.                      অন্ধকারের কালো পাখিগুলো-----
অঞ্জলি অঞ্জলি আলো এনে
.          ধুইয়ে দিলে সব গ্লানি
গন্ধরাজ লেবুর মত তরতাজা গন্ধে ভরে গেল

.           আমার এতদিনের আঁধার
.                       হৃদয়ের অলিগলি
.           অবসাদের পলিমাটি সরিয়ে
.                       ফুটে উঠল
.                       কলিজা-রং
.                       ভুঁচাপা
বৃষ্টি ধোয়া বটপাতার মুখে ঝিকিয়ে ওঠা
.                      খুশির ছায়া এখন
.                      আমার অবসন্ন চোখে |
আমি আবার স্বপ্ন দেখব প্রতি রাতে
.            আমার পরিব্রাজক ধ্রুবতারার |

.                  ******************     
.                                                                                     
সুচিতে...   


মিলনসাগর
*
ভোরে ঘুম ভেঙে আজ
        দেখেছি প্রকৃতি কিভাবে বদল করে সাজ
. র ঠান্ডা হাওয়া যেন তরবারি
        হৃদয় বিদীর্ণ করে------ খুনী ত’ ফেরারী

.ঠার সাথে সাথে ---- সে গিয়ে তখন জলাশয়ে
. পাপড়ির সাথে মাতে
বাড়ে ----- রক্তাক্ত হৃদয় হাতে ধরে
ফিরি ---- ফিরে আসি নিজের কোটরে
কে আবিষ্কার করি-----
.ক সকালে আমি কলম্বাস
.             দেশ থেকে দেশান্তরে ফিরি
.             হাতের মুঠোয় ভরি ঢেউয়ের উচ্ছাস
.ক সকালে আমি আলেকজান্ডার
. করে নিই পুরুর কাছেও বশ্যতা
একমাত্র সেরা জয়ই লক্ষ্য আমার |
.ক সকালে আমি শুধুই কবিতা
. আজ, সকাল থেকেই মন চুরমার ফ্লাওয়ার ভাস
. আমার উঠোন জোড়া রিক্ত পুষ্পের শূন্য উদ্যান

.                  ******************     
.                                                                                 
সুচিতে...   


মিলনসাগর
*
তমালিকা পণ্ডাশেঠ-এর কবিতা . . .





আমার স্পর্শের নাগালে অনন্তপ্রাণ সবুজের সমারোহ
.           আমি তার নীলাঞ্জন ছায়া মাখতে চাই
.                       আমার দু’পায়ে শিকল
.                                  আমি এগোতে পারি না
আমার পায়ের পাতা স্পর্শ করছে----
.                     অতল সমুদ্রের নীল
,          আমার ফুসফুস বন্ধক আছে
.                     মহাজনের কাছে
.                     শ্বাসকষ্ট হয়
.          বুকভরে সমুদ্রের ফসফরাস নিতে পারি না

কাদায় গাঁথা নিরুপায় পশুর মত
.                         আমি সব সহ্য করি
শুধু সকলের কাছে দায়বদ্ধ থেকে-----
দায়বদ্ধতা কি মনুষ্যত্বের অবমাননা ?
.              মাঝে মাঝে তাই মনে হয় |
ধরো তুমি একদিন পরিপূর্ণ পেলে-----
.             তখন ত’ ইচ্ছে-বারুদ যাবে জ্বলে
.             নেভাবে ----- কিভাবে  !

.                  ******************     
.                                                                                     
সুচিতে...   


মিলনসাগর
*
তমালিকা পণ্ডাশেঠ-এর কবিতা . . .










.                  ******************     
.                                                                                     
সুচিতে...   


মিলনসাগর
তমালিকা পণ্ডাশেঠ-এর কবিতা . . .
তমালিকা পণ্ডাশেঠ-এর কবিতা . . .
তমালিকা পণ্ডাশেঠ-এর কবিতা . . .