কবি তমালিকা পণ্ডাশেঠ - জন্ম গ্রহণ করেন পশ্চিমবঙ্গের হলদিয়ার দেভোগ-এ। তাঁর পারিবারিক
উৎসাহের ফলেই তাঁর কবিতা লেখা শুরু।
দর্শনের স্নাতক এই কবি, পেশায় রাজনীতিজ্ঞ। ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির এই নেত্রী বর্তমানে
হলদিয়া পুরসভার চেয়ারম্যান পদে আশ্বিন রয়েছেন।
তাঁর কবিতার শরীরে রয়েছে বর্তমান সমাজের আলো ও কালো দুই দিকেরই সমান প্রতিফলন। তিনি বিগত
কুড়ি বছর ধরে সংবাদ সাপ্তাহিক “আপনজন” পত্রিকা সম্পাদনা করে আসছেন।
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “হঠাৎ এখানে রামধনু” (২০০১), “ভালবাসার অণু পরমাণু”,
“মানুষ বলেই এত পারে” , “ছেদহীন কথার প্রহার”, “হৃদযের মধ্যে থেকো” প্রভৃঅন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে
“একটি কোরকের মুক্তি” , “নদীর স্বভাবচরিত্র”, “অন্তরীন অভিমান”, “ধূলি থেকে তুলে নাও পাপ”, “তৃষ্ণার্ত
তটের দহলী” প্রভৃতি। এখানে আমরা কবির “হঠাৎ এখানে রামধনু” কাব্যগ্রন্থ থেকে কিছু কবিতা তুলে
দিয়েছি।
আমরা মিলনসাগরে কবি তমালিকা পণ্ডাশেঠ-এর কবিতা প্রকাশিত করতে পেরে আনন্দিত।
কবি তমালিকা পণ্ডাশেঠ-এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
উত্সঃ তমালিকা পণ্ডাশেঠ-এর রচিত, দে’জ পাবলিশিং দ্বারা প্রকাশিত “হঠাৎ এখানে রামধনু” বই থেকে
সব তথ্য এবং ছবিটি সংগ্রহ করা হয়েছে।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রকাশ - ..২০১২
...