কবি তমাললতা বসুর কবিতা
*
ভালবাসি
কবি তমাললতা বসু
কবিতাটি "ছোটদের চয়নিকা" থেকে নেওয়া।

ভালবাসি নীলিমায়
.        চাঁদিনীর লেখাটি,
ভালবাসি বসুধায়
.        সবুজের রেখাটি,
ভালবাসি ফুলদলে
.        আপনারে পাশরি---
ভালবাসি তরুতলে
.        রাখালের বাঁশরী।
ভালবাসি চাঁপাবনে
.        প্রজাপতি খেলে যে,
ভালবাসি ঊষাসনে
.        কলি আঁখি মেলে যে,
ভালবাসি বিশ্বের
.        সুষমার ছবিটি,
ভালবাসি দৃশ্যের
.        অতীত যে কবিটি।

.      **********************     


.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর