কবি তমাললতা বসু – রবীন্দ্র পরিমণ্ডলের কবি। তিনি কবি গিরিজাকুমার বসুর স্ত্রী।
কবি শিশুদের কবিতা লিখে খ্যাতি অর্জন করেন। তাঁর কবিতা বিভিন্ন পাঠ্যপুস্তকেও স্থান পেয়েছে। তাঁর
কবিতা বহু কিশোরদের পত্র-পত্রিকাতে প্রকাশিত হয়েছে।
কবিতার সঙ্গে তিনি উপন্যাসও রচনা করেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে "কথার দাম"।
কবি তমাললতা বসুর একটি ছবি ও তাঁর জীবন সম্বন্ধে তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা,
আমাদের কৃতজ্ঞতা স্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।
আমরা মিলনসাগরে কবি তমাললতা বসুর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।
উত্স – নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও সরল দে সম্পাদিত পাঁচশো বছরের কিশোর কবিতা, ১৯৮৮।
কবি তমাললতা বসুর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২১.০৮.২০১৩
...