কবি তানিয়া চক্রবর্তী – জন্মগ্রহণ করেন হুগলী জেলার রিষড়ায়। পিতা জয়তোষ চক্রবর্তী এবং মাতা
দেবযানী দেবী।

কবি ২০০৯ সালে কোননগর হীরালাল পাল স্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, বর্তমানে বিজ্ঞান
নিয়ে পড়ছেন।

কবির প্রথম কবিতা প্রকাশিত হয় “কবিসম্মেলন” পত্রিকার জুন ২০১১-র সংখ্যায়। তাঁর প্রথম
কাব্যগ্রন্থ “কিছু একটার জন্য” (বইমেলা ২০১৩, পাঠক প্রকাশনী )।  

ইনটারনেট ও কমপিউটরে অভ্যস্ত এই তরুণ প্রজন্মের কবি তাঁর কবিতা নিজেই টাইপ করে আমাদের কাছে
পাঠিয়েছেন। আমরা
মিলনসাগরে  কবি তানিয়া চক্রবর্তীর কবিতা তুলে আনন্দিত।

কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল : chak.taniya@gmail.com        

কবি তানিয়া চক্রবর্তীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ২০.০৭.২০১৩
...