কবি তপন কর – জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং মহকূমার গোসাবা
গ্রামে। তাঁর শৈশব ও কৈশোর কাটে গোসাবায়। স্কুল পাশ করেন গোসাবা রুরাল রিকনস্ট্রাকশন  
ইনস্টিটিউট থেকে। কলকাতা কবি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত আশুতোষ কলেজ থেকে দর্শন নিয়ে স্নাতক হন।

কবি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। বর্তমানে তিনি কলকাতার এন্ড্রুস হাই স্কুলে দর্শন নিয়ে
শিক্ষকতা করেন।

তাঁর কবিতার বিষয় জীবন, প্রেম, মানুষ, গ্রাম। গ্রামের ছেলে হয়ে মাটির সঙ্গে তাঁর নাড়ির টান সদাই
অনুভব করেন। ভালবাসেন গাছ, বাগান করা, এবং জমিয়ে আড্ডা দেওয়া। কবিতাকে তাঁর নিজের ধমনির
মধ্য দিয়ে বহমান রক্তের মত মনে হয়।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ – “বোম্বেটে নৌকার গান” (১৯৯১), “চারভাবে চারজন” (১৯৯৮), “জাতক কথা”
(২০০২), “নিজস্ব বুটিক” (২০১৪
, বাংলা কবিতা আর্কাইভ থেকে "কমলেশ সেন স্মৃতি পুরস্কার"-এ ভূষিত)
এছাড়া তাঁর কবিতা নিয়মিত প্রকাশিত হয়ে আসছে নানান পত্র পত্রিকায় যার মধ্যে আছে দেশ, পরিচয়,
স্বাধীন বাংলা, সিমান্ত সাহিত্য, প্রিয় শিল্প, চট্টগ্রামের কারুশিল্প (বাংলা দেশ) এবং শালুক (বাংলা দেশ)।
প্রকাশিতব্য উপন্যাস “অন্ত্যবাসী”।


তাঁর বইএর প্রাপ্তিস্থান বুকমার্ক (কলেজ স্ট্রীট), আনন্দ প্রকাশন (মার্কাস স্কোয়্যার) কুণ্ডু বুক স্টল (যাদবপুর),
অজিতবাবুর স্টল (সোনারপুর রেলস্টেশন ২ নং প্ল্যাটফর্ম)।

আমরা
মিলনসাগরে  কবি তপন কর-এর স্বনির্বাচিত কবিতা তুলে আনন্দিত।



উত্স --- কবির সঙ্গে যোগাযোগ।    

কবির সঙ্গে যোগাযোগ : ১১১, গৌরাঙ্গ সরণী, কলকাতা ৭০০০৭৮,  
দূরভাষ : ৯১ ৩৩ ২৪৮৩৭৬৯০    
চলভাষ: ৯১ ৯৮৩৬০১২৭৩০   


কবি তপন কর-এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন



আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - .২০০৭
পরিবর্ধিত সংস্করণ - একুশে ফেব্রুয়ারী ২০১৫
...