কবি তপন সিংহের গান ও কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
আকাশে বাতাসে কত সুর ভেসে যায়     
আজব গাঁয়ের আজব কথা   
আজ বসন্তে মস্ ত মরশুমে                  
আমারে চোখ ইশারায়      
আমি নরাধম অধমের অধম পাজি আমি নচ্ছাড়           
আসমানের যত তারা     
আহা ছল করে জল আনতে আমি যমুনাতে যাই       
উদাসী বন্ধু জাগো          
এই রং-বেরং-এর খেলার মাঝে    
এক অচিন পাখি উড়ে উড়ে এল           
এমনি করে যদি চলতে পারি     
এসো বঁধু কাছে এসো    
কাল খুশির তুফান উড়িয়ে আজ উদাস কেন     
গৌর নিতাই রাধে শ্যাম, হরে কৃষ্ণ করে রাম     
চিরদিনের বন্দিনী আমি      
চেয়ে থাকি, চেয়ে থাকি, চেয়ে চেয়ে থাকি                
তোমার মদিরা-পাত্রে      
দামিনীর লক্ষ জ্বালার ঝলকানিতে শিউলি কাঁপে হায়    
দিয়ে গেছি সবই তবু দিলে ফাঁকি        
দোলনচাঁপার শাখে           
নম কৃষ্ণ কৃষ্ণ বল বিষ্ণু বিষ্ণু        
প্রেম করেছি আমি, প্রেম করেছি কত              
বন্ধু তোমার আসার আশাতে     
বেলা যায় শ্যামরায়      
মন বলে আমি মনের কথা জানিনা    
মম গিরিধারী নাচ নাচরে           
ময়নামতীর পথের ধারে দেখা হয়েছিল      
মাঝে নদী বহে রে       
রাত কেন তন্দ্রা হারা            
শুক বলে ওঠ শারি ঘুমায়োনা আর    
সবার দুখে দাঁড়াতে হবে     


মিলনসাগর
[ একটি অনুরোধ - এই সাইট থেকে আপনার ব্ লগ্ বা সাইটে, আমাদের কোন লেখা, তথ্য, কবিতা
বা তার অংশবিশেষ নিলে, আমাদের মূল পাতা
https://www.milansagar.com/index.html এ দয়া
করে একটি ফিরতি লিঙ্ক দেবেন আপনার ব্ লগ্  বা সাইট থেকে, ধন্যবাদ ! ]
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।

৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
২১।
২২।
২৩।
২৪।
২৫।
২৬।
২৭।
২৮।
২৯।
৩০।
৩১।