কবি তপন সিংহের গান ও কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
কথা     :  তপন সিংহ
চলচ্চিত্র :  এক যে ছিল দেশ

আমি নরাধম অধমের অধম পাজি আমি নচ্ছাড়,
দেশটারে চাই লুটেপুটে খেতে করি সব ছারখার |
পাপের বোঝার তাপেতে অন্ধ, টাকা-বলে বলীয়ান,
হাজার মুখের অন্ন কাড়িয়া চ্যারিটিতে করি দান---
আমি মস্তান----- আমি মস্তান------ আমি মস্তান  |
খুন করেছি অনেক জীবনে, খেলতে রাজনীতির খেলা,
হয়ে রাহু খোলা দুই বাহু টিপেছি অনেক গলা |
ষোল আনার সবটাই চাই ছাড়তে নারাজ কিচ্ছু---
আমি বিচ্ছু -- আমি বিচ্ছু--- আমি বিচ্ছু |
ব্ল্যাক টাকা ভাই, বল কত চাই
হোয়াইট----তার নেই কারবার
দেশের অ্যান্টিক, চিনে ফেলি ঠিক
করি বারবার বিদেশ পাচার |
সভা-সমিতিতে দু-হাত জুড়িতে
আমার মতন নেই কোনজন
অর্থের সাথে যশটি জড়াতে ---যশ মান---
অর্থের সাথে যশটি জড়াতে
তাই তো লড়ছি ইলেক্ শান |
আমি শয়তান, আমি শয়তান, আমি শয়তান |

.           ****************          
.                                                                                     
সূচিতে . . .     



মিলনসাগর    
*
কথা :        তপন সিংহ
চলচ্চিত্র : আরোহি

দোলনচাঁপার শাখে
দোলনা বেঁধে দুলিব,
মোরা দুলিব দুজনে মিলে ;
দুটি মরাল সম দোঁহে
সাঁতার দেব
নীল শালুকের ঝিলে |
জোছনায় বনতরুতলে
রচিব শয়ন ফুলদলে----
রাতের পাখির মত
ঘুমাব দোঁহে----
মধুর স্বপন বিলাসে |
পরদেশি কোথা যাও
থামো গো হেথা
পলাশবনের পাশে |

.       ****************          
.                                                                                     
সূচিতে . . .     



মিলনসাগর    
*
কথা :        তপন সিংহ
চলচ্চিত্র :  অতিথি


মাঝে নদী বহে রে ----
.         ওপারে তুমি শ্যাম
.                  এপারে আমি |

মাঝে নদী বহে রে ----
.         ওপারে তুমি রাধে                
.                  এপারে আমি |

ওপারে তোমার বাঁশিটি বাজে
এপারে আমি মরি যে লাজে,
ওপারে তোমার নূপুর বাজে---
এপারে আমার নাই মন কাজে---
.         মাঝে নদী নীরবে কাঁদে
.         কুল কেমনে ভাঙিরে -----
ওপারে তুমি শ্যাম
.                   এপারে আমি
ওপারে তুমি রাধে এপারে আমি
.                   মাঝে নদী বহেরে |

.       ****************          
.                                                                                     
সূচিতে . . .     



মিলনসাগর    
*
কথা :        তপন সিংহ
চলচ্চিত্র :  অতিথি

চিরদিনের বন্দিনি আমি
.                    বন্দি সবাকার------
নতুন করে বন্দি হব কি আর |
তোর মনের আগুন ঘুচল যে দিন
সাঙ্গ হল সব তো সেদিন
.        মুক্তি আমার নেই তো তবু
.                      অন্ধ কারাগার |

.              ****************          
.                                                                                     
সূচিতে . . .     



মিলনসাগর    
*
কথা :        তপন সিংহ
চলচ্চিত্র :  গল্প হলেও সত্যি

শুক বলে  ওঠ শারি ঘুমায়োনা আর,
এ জীবন গেলে ফিরে আসে না আবার |
মনে রেখো এ সংসারে যারা কর বাস,
সং ছাড়ি সারটিতে রাখ অভিলাষ |
আসে যায় সুখ-দুখ আলোক আঁধার --
এ জীবন গেলে ফিরে আসে না আবার
শয়নে বসিয়া কেন এখনও এমন
কী যে পেলে কী হারালে মিছে ভাব মন |
তোমারে ডাকিয়া বলে জীবন তোমার---
এ জীবন গেলে ফিরে আসে না আবার |

.              ****************          
.                                                                                     
সূচিতে . . .     



মিলনসাগর    
*
কথা      :  তপন সিংহ
চলচ্চিত্র :  হাটে বাজারে   

চেয়ে থাকি, চেয়ে থাকি, চেয়ে চেয়ে থাকি,
শ্যাম তোর তরে তমাল-তলায় চেয়ে থাকি----
.      চেয়ে চেয়ে মোর রাঙা হল কেন
.              কাজল টানা কালো আঁখি
শ্যাম তোর তরে তমাল-তলায় চেয়ে থাকি |
.    কভু চেয়ে থাকি যমুনার জলে
.        কভু চেয়ে থাকি তমালের তরে
.    চেয়ে থাকা বুঝি সার হল মোর
.              তবু চেয়ে চেয়ে থাকি  |
চেয়ে চেয়ে মোর রাঙা হল কেন
.      আবার কাজল টানা কালো আঁখি
শ্যাম তোর তরে তমাল-তলায় চেয়ে থাকি |

.              ****************          
.                                                                                     
সূচিতে . . .     



মিলনসাগর    
*
কথা :        তপন সিংহ
চলচ্চিত্র :  আপনজন

দামিনীর লক্ষ জ্বালার ঝলকানিতে শিউলি কাঁপে হায়,
দেউলে শেষের প্রদীপ হয়নি দেওয়া মজনু ফিরে যায়,
কেন হায় মজনু ফিরে যায়  |
চাঁদিমায় হাসনুহানা হাসছে দেখ লজ্জা নাহি পায়,
দেউলে শেষের প্রদীপ হয়নি দেওয়া মজনু ফিরে যায়,
বাদলা রাতে কাজলা আঁখি ঝরে  বুঝি কার মন কেমন করে
বাগিচায় ফুল ফোটার খেলা  আকাশে সিতারার মেলা
প্রীতমের রাত জাগার পালা হলো শেষ এই অবেলায়
দেখ গো লজ্জাবতী লজ্জা পেয়ে ঘোমটা টানে হায়,
দেউলে শেষের প্রদীপ হয়নি দেওয়া মজনু ফিরে যায়,
কেন হায় মজনু ফিরে যায় |

.              ****************          
.                                                                                     
সূচিতে . . .     



মিলনসাগর    
*
কথা :         তপন সিংহ
চলচ্চিত্র :  এখনই

রাত কেন তন্দ্রা হারা
মন কেন উদাস করা
গলা কেন ধরা ধরা
জানি জানি করে আমি জানিনে---
কিছু বুঝিনে হায়--- রাত কেন তন্দ্রা হারা  |
চোখের খেলা শুরু হল
কান্না হাসির ঝিলিক এল
নোঙর আমার ঘুলে গেল
পালে আমার হাওয়া এল
কীসে এল---কীসে গেল---কীসে হল
জানি জানি করে আমি জনিনে |
ও গুরু গুরু গুরু গুরু ডাকে
ও দুরু দুরু দুরু দুরু বুকে
ও শন্ শন্ শন্ শন্ হাওয়া
ও হারাল হারাল বলে চাওয়া
চাওয়া চাওয়া চাওয়া---পাওয়া পাওয়া পাওয়া
চাওয়া পাওয়া, পাওয়া চাওয়া
জানি জানি করে আমি জানিনে----
কিছু বুঝিনে হায়--- রাত কেন তন্দ্রা হারা |
ছল ছল আঁখি ধারা কেন বহে যায়
গোপনে নয়ন কোণে মুকুতা গড়ায় গো
কেন বহে যায় ?

.              ****************          
.                                                                                     
সূচিতে . . .     



মিলনসাগর    
*
কথা      :  তপন সিংহ
চলচ্চিত্র :  হারমোনিয়াম

মন বলে আমি মনের কথা জানিনা
তারায় তারায় উড়ে বেড়ায়
মাটিতে সে নামে না |
সাঁঝের তারা হাতছানি দেয়--- ভোরের তারা টানে
সাগরঢেউ-এ ভেসে যায় সে----কোন পাড়ে কে জানে ?
দেহ আমার চলতে নারে --- বইতে নারে ভারে
হালকা হাওয়ায় পালকি চড়ে---কোথাও সে যে থামে না |৯
তের নদী সাত সমুদ্দুর-- সেযে রে ভাই তারই দোসর
ঝরা শাওন ভরা ভাদর--সবই যে ভাই তারই গোচর
দেহ আমার ঘরের কোণে--কাটায় নিশি সাঁঝ বিহানে
দিনের আলো রাতের আঁধার
কিছুই সে যে মানে না |

.              ****************          
.                                                                                     
সূচিতে . . .     



মিলনসাগর    
*
কথা      :  তপন সিংহ
চলচ্চিত্র :  হারমোনিয়াম

এমনি করে যদি চলতে পারি
এমনি করে গান গাইতে পারি
এমনি করে যদি বলতে পারি
তোমায় ভালবেসেছি |
এ জীবনের যত কথা -- গান হয়ে আকাশে ছড়ায়
এ জীবনের যত ব্যথা-- দূর হয়ে যায় সুরের ছোঁয়ায়
সব ছেড়ে হায় কোন সাঁঝের বেলায় তোমার কাছে এসেছি |
কেউ বলে বড় ভুল করেছি
মোরা বলি সব ভুল ভেঙ্গেছি
কেউ বলে ঘরে থাকা ছিল যে ভাল
মোরা বলি সব বাধা ভেঙ্গে ফেল---
যত হাসি যত গান হবে না তো কভু ম্লান
তাইতো দুয়ার ভেঙ্গেছি |

.              ****************          
.                                                                                     
সূচিতে . . .     



মিলনসাগর