মাঝে নদী বহে রে ---- . ওপারে তুমি শ্যাম . এপারে আমি |
মাঝে নদী বহে রে ---- . ওপারে তুমি রাধে . এপারে আমি |
ওপারে তোমার বাঁশিটি বাজে এপারে আমি মরি যে লাজে, ওপারে তোমার নূপুর বাজে--- এপারে আমার নাই মন কাজে--- . মাঝে নদী নীরবে কাঁদে . কুল কেমনে ভাঙিরে ----- ওপারে তুমি শ্যাম . এপারে আমি ওপারে তুমি রাধে এপারে আমি . মাঝে নদী বহেরে |
চিরদিনের বন্দিনি আমি . বন্দি সবাকার------ নতুন করে বন্দি হব কি আর | তোর মনের আগুন ঘুচল যে দিন সাঙ্গ হল সব তো সেদিন . মুক্তি আমার নেই তো তবু . অন্ধ কারাগার |
শুক বলে ওঠ শারি ঘুমায়োনা আর, এ জীবন গেলে ফিরে আসে না আবার | মনে রেখো এ সংসারে যারা কর বাস, সং ছাড়ি সারটিতে রাখ অভিলাষ | আসে যায় সুখ-দুখ আলোক আঁধার -- এ জীবন গেলে ফিরে আসে না আবার শয়নে বসিয়া কেন এখনও এমন কী যে পেলে কী হারালে মিছে ভাব মন | তোমারে ডাকিয়া বলে জীবন তোমার--- এ জীবন গেলে ফিরে আসে না আবার |
মন বলে আমি মনের কথা জানিনা তারায় তারায় উড়ে বেড়ায় মাটিতে সে নামে না | সাঁঝের তারা হাতছানি দেয়--- ভোরের তারা টানে সাগরঢেউ-এ ভেসে যায় সে----কোন পাড়ে কে জানে ? দেহ আমার চলতে নারে --- বইতে নারে ভারে হালকা হাওয়ায় পালকি চড়ে---কোথাও সে যে থামে না |৯ তের নদী সাত সমুদ্দুর-- সেযে রে ভাই তারই দোসর ঝরা শাওন ভরা ভাদর--সবই যে ভাই তারই গোচর দেহ আমার ঘরের কোণে--কাটায় নিশি সাঁঝ বিহানে দিনের আলো রাতের আঁধার কিছুই সে যে মানে না |
এমনি করে যদি চলতে পারি এমনি করে গান গাইতে পারি এমনি করে যদি বলতে পারি তোমায় ভালবেসেছি | এ জীবনের যত কথা -- গান হয়ে আকাশে ছড়ায় এ জীবনের যত ব্যথা-- দূর হয়ে যায় সুরের ছোঁয়ায় সব ছেড়ে হায় কোন সাঁঝের বেলায় তোমার কাছে এসেছি | কেউ বলে বড় ভুল করেছি মোরা বলি সব ভুল ভেঙ্গেছি কেউ বলে ঘরে থাকা ছিল যে ভাল মোরা বলি সব বাধা ভেঙ্গে ফেল--- যত হাসি যত গান হবে না তো কভু ম্লান তাইতো দুয়ার ভেঙ্গেছি |