কবি তপন সিংহের গান ও কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
চলচ্চিত্র :  হারমোনিয়াম
কথা      :  তপন সিংহ

ময়নামতীর পথের ধারে দেখা হয়েছিল
আরে না  না  না,
তেপান্তরের মাঠের পরে দেখা হয়েছিল
দেখা হয়েছিল তবু, না দেখা যে ছিল ভাল,  দেখা হয়েছিল |
কাজলাদিঘির ঘাটের ধারে দাঁড়িয়েছিলে অন্ধকারে---
কেন গো উঁ ?
জল আনিতে কলসি কাঁখে
আসবে তুমি বলেছিলে |
কে বলেছিল কে ?
ঐ বামুনপাড়ার ছেলের সনে কথা হয়েছিল |
কাল বোশেখীর ঘূর্ণী ঝড়ে হিজলবনে ছিলে পড়ে---
কেন এ্যাঁ কার জন্যে !
হাটের শেষে বনের পথে ফিরবে তুমি বলেছিলে |
কে গো আমার এমন বন্ধুটি কে ?
তোমারই এক সতিন সনে কথা হয়েছিল |

.           ****************          
.                                                                                     
সূচিতে . . .     



মিলনসাগর    
*
কথা :         তপন সিংহ
চলচ্চিত্র :  এখনই

বন্ধু তোমার আসার আশাতে
বসে আছি সাঁঝ রাতে
রাত হল শেষ প্রভাতে
তবু তোমার দেখা হল না, হল না |
বন্ধু মাঝ দরিয়ায় দাঁড় টানি
একূল ওকূল না জানি
হালে আমি পাই না পানি
তবু তোমার দয়া হল না, হল না |
তাইরে নাইরে তাইরে নাই
তাইরে নাইরে তাইরে নাই
তাইরে নাইরে তাইরে নাই
তাইরে নাইরে তাইরে নাই |
তুমি ডুব দিয়েছ অতলে
আমার জীবন করে বিফলে
এখন ভেসে বেড়াই দেশে দেশে ভাসি নয়ন জলে |
ছিল যে আকাশেরই চাঁদ
দেখি সে মরণেরই ফাঁদ
আমার সুখে সাধল বাঁধ বন্ধু
তবু আমার সুখে সাধল বাঁধ বন্ধু
তবু আমার মরণ হল না, হল না, হল না হল না----
তাইরে নাইরে তাইরে নাই
তাইরে নাইরে তাইরে নাই
তাইরে নাইরে তাইরে নাই
তাইরে নাইরে তাইরে নাই |
আমি টানি দাঁড় এপারে
পাল তুলে দিই ওপারে
এখন এপার ওপার ওপার এপার হল একাকার |
বুঝি, শুনি বাঁশি কার
জানি যাওয়া হবে সার
ভাবি যাব কাছে তার, বন্ধু
তবু আমার যাওয়া হল না, হল না, হল না, হল না |

.           ****************          
.                                                                                     
সূচিতে . . .     



মিলনসাগর    
*
কথা     :  তপন সিংহ
চলচ্চিত্র :  আঁধার পেরিয়ে

উদাসী বন্ধু জাগো
কোন অন্ধকার রাতে
কোন বন্ধ দ্বার হতে
হে উদাসী বন্ধু জাগো |
আঁধার পেরিয়ে চলা
না বলা কথার মালা
বেলা শেষের সুরে
পরাবো তোমার গলে
আঁধার পেরিয়ে চলা |
নীরব নিবিড় রাতে
কোন্ পাখী জাগানো প্রাতে
আমি গিয়েছি রিক্ত হাতে |
চলতে গেলে বাজে
আন্ মনা কোন সাঁঝে
আলোছায়ার তলে
ঐ সন্ধ্যাতারার কোলে
আঁধার পেরিয়ে চলা |

.           ****************          
.                                                                                     
সূচিতে . . .     



মিলনসাগর    
*
কথা      :  তপন সিংহ
চলচ্চিত্র :  হারমোনিয়াম

কাল খুশির তুফান উড়িয়ে আজ উদাস কেন
আজ উদাস কেন সহেলি আজ উদাস কেন,
এ রাতি পোহালে
তুমি যাবে গো চলে তবে আজ উদাস কেন ?
ঐ দেখ ফুটেছে কত তারা
ঐ দেখ চাঁদ রয়েছে তন্দ্রাহারা
বাতাসে আসছে ভেসে মাতাল করা সুবাসে
এ বাহুডোর বাঁধা আছে মোর, আজ উদাস কেন ?
ঐ দেখ হাসছে হাসনাহানা
ঐ দেখ বেল ঘোমটা খুলতে মানা
জোছনা পড়েছে পাশে তোমার পরশ আশে
ঐ আঁখিলোর বয়ে যায় মোর, আজ উদাস কেন ?

.           ****************          
.                                                                                     
সূচিতে . . .     



মিলনসাগর    
*
কথা :         তপন সিংহ
চলচ্চিত্র :  বাঞ্ছারামের বাগান

এসো বঁধু কাছে এসো
.      ডাকছি কত নাম ধরে
পথ চেয়ে বসে আছি
.      আর এস না রাত করে |
দিন ফুরাল রাত এলে
.      বঁধু তো হায় এলোনা রে |
চরণ ধরি মিনতি করি |

.           ****************          
.                                                                                     
সূচিতে . . .     



মিলনসাগর    
*
কথা     :  তপন সিংহ
চলচ্চিত্র :  বাঞ্ছারামের বাগান

এক অচিন পাখি উড়ে উড়ে এল
      বুকের ভাঙা খাঁচাতে, ওরে ওরে |
তারে যতন করে করে রাখব ধরে ধরে
.        এ প্রাণ বাঁচাতে রে দাদা |
পাখির আঁখি আকাশপানে
.       মনের আসা যাওয়া সেখানে গো,
এখন খালি খাঁচা কেমনে রাখি
.       পাখি উড়ে গেলরে দাদা নিরুদ্দেশেতে |

.           ****************          
.                                                                                     
সূচিতে . . .     



মিলনসাগর    
*
কথা     :  তপন সিংহ
চলচ্চিত্র :  বৈদুর্য রহস্য

নম কৃষ্ণ কৃষ্ণ বল বিষ্ণু বিষ্ণু
ভজ এই নামে, তরে যাবে ভাইরে |
আহা শ্যামের সোনার বাঁশি,   মুখে তার মৃদু হাসি
এ রূপের তুলনা যে নাইরে |
মুকুটে কোটি সূর্য  গলে দোলে বৈদুর্য
নূপুরের কিনিকিনি বাজেরে বাজেরে |
ক্ষমা ধর্ম আর   কর্ম সাধনা যার
সে তার পায়ে ঠাঁই পায়রে পায়রে

.           ****************          
.                                                                                     
সূচিতে . . .     



মিলনসাগর    
*
কথা     :  তপন সিংহ
চলচ্চিত্র :  বৈদুর্য রহস্য

বেলা যায় শ্যামরায়
ওগো তোমার পথ চেয়ে |
বৃন্দাবনপথমাঝে যমুনাতটপরে
তমালকদম্বতলে হারাল হারাল
হারাল যে তারি মাঝে |

.           ****************          
.                                                                                     
সূচিতে . . .     



মিলনসাগর    
*
কথা     :  তপন সিংহ
চলচ্চিত্র :  বৈদুর্য রহস্য

মম গিরিধারী নাচ নাচরে
রিমিকি ঝিমিকি রিনি ঝিনি ঝিনি
তালে তালে নাচরে |
আকাশে বাদল মন উতরোল
তালে তমালে তোলে হিল্লোল
ছলছল তব নয়ন কাজল
তাথৈ তাথৈ নাচরে |

.           ****************          
.                                                                                     
সূচিতে . . .     



মিলনসাগর    
*
কথা     :  তপন সিংহ
চলচ্চিত্র :  বৈদুর্য রহস্য

গৌর নিতাই রাধে শ্যাম, হরে কৃষ্ণ করে রাম
হরিবোল হরিবোল হরিবোল |
হরি হরি বলরে সবাই মিলে বদন ভরে
হরিবোল হরিবোল হরিবোল |

.           ****************          
.                                                                                     
সূচিতে . . .     



মিলনসাগর