জীবনটা একটা জলন্ত সিগারেটের মত দাহমান। ... যা ক্রমশ জ্বলতে জ্বলতে... পুড়তে পুড়তে... পৌঁছে যায় অন্তিম সীমান্তে। শেষ হয়ে যায়... শেষ হয়ে যায়, সমস্ত কুন্ডলীকৃত ধোঁয়ার বহর শেষ হয়ে যায়, সাদা কাগজে মোড়া সমস্ত মাল-মশলা আর সেই সঙ্গে সাদা কাগজটাও। শুধু পড়ে থাকে পুড়ে যাওয়া সিগারেটের ছাই আর টুকরো।