কবি তাপস মন্ডল - জন্মগ্রহণ করেন দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর অঞ্চলের চন্ডীপুর গ্রামে। বাবা গান্ধী
মন্ডল এবং মা অর্চনাদেবী।
কবি প্রথমে চন্ডীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। পরে রুদ্রনগর
দেবেন্দ্র বিদ্যাপীঠ থেকে স্কুলের গণ্ডী পার করে সাগর মহাবিদ্যালয় থেকে স্নাতক হন। বর্তমানে তিনি
কলকাতা বিশ্ববিদ্যালয়ে বঙ্গভাষা ও সাহিত্য বিভাগে এম. এ. তে পাঠরত।
তাঁর কবিতা সম্বন্ধে তাঁর নিজের ভাষায় . . .
‘দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা
আমি যে বেকার পেয়েছি লেখার স্বাধীনতা’
সুকান্ত ভট্টাচার্য।
কবি সুকান্তের মত বেকার জীবনের স্বাধীনতা নিয়ে আমার কবিতা লেখার সূত্রপাত। প্রথম দিকে আবেগের
বশে কিছু কবিতা লিখলেও বর্তামানের কবিতাগুলির বিষয় মানসিক সচেতনতা প্রসূত। তবে আমার মত
‘বাল্যখিল্য’ কতটাইবা বলতে পারবে কবিতাকে মাধ্যম করে। তবে হ্যাঁ, কিছু কিছু সামাজিক সমস্যার দিক-
এই ধরুন ধনী-গরিব বিভাজন, দূর্বলের প্রতি সবলের অত্যাচার,পেটের দায়ে বেশ্যা বৃত্তি, মাতৃভাষার প্রতি
অবমাননা ইত্যাদি তুলে ধরার চেষ্টা করি। রোমান্টিকতা আমার ঠিক আসে না, যদি বা আসে তা
ছিটেফোটা ; তবে অতীত স্মৃতি আমাকে খুব টানে, তাই মাঝেমাঝে লেখনী ধরতে হয় রোমন্থনের জন্য।
প্রকৃতিপ্রীতি বলতে গেলে সামান্যই। তবে মার্কসবাদী চিন্তা চেতনার প্রয়োগ করার চেষ্টা করি কবিতার মার-
প্যাঁচে। আসলে আমি লেলিন-মার্কস্ তত্ত্বে অনেকটাই বিশ্বাসী।
নৈরাশ্য, একাকিত্ব, বেকারত্ব আমাকে সবসময় যন্ত্রনা দেয়। বাবার সামান্য মাইনে হওয়ায় এ যন্ত্রনা আরও
তিব্র মনে হয়। তাই অনেক কবিতায় ‘একা একা’ কথাটি ব্যবহার করতে আমার কৃপণতাকে মনে হয়নি।
সত্যিই তো আজ ‘রোমান্টিকতাকে পিছনে ফেলে’ কোথাও হেঁটে চলেছি ‘পিচ্ গলা রাস্তায়’, কোথাও বা
পৌঁছেছি ‘কালো জল জমে থাকা ড্রেনটির পাশে’; আবার কোথাও বা অসহ্য যন্ত্রনায় বুকে হাত দিয়ে বসে
থেকেছি ‘একা একা’। কেননা, আমার জন্য কোনও ‘ঈশানের পুঞ্জমেঘ’ নেই। তবুও, ‘একজোড়া পা’ই আমার
একমাত্র সঙ্গী-যা আমাকে সান্ত্বনা দেয় খানিক হলেও ‘শান্তি-বিশ্রামের’ আশায়। কষ্ট হলেও . . .
আমরা মিলনসাগরে কবি তাপস মন্ডল-এর কবিতা তুলে আনন্দিত।
কবি তাপস মন্ডল-এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির সঙ্গে যোগাযোগ -
চলভাষ - +৯১৯৯০৩৯৪৩৭০৮
ইমেল - mtapas121@gmail.com
উত্স - কবির সঙ্গে ইমেলে পত্রালাপ।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রকাশ - ৩.৮.২০১৪
...