কবি তারকনাথ সরকার-এর কবিতা যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে। |
সর্বহারা কবি তারকনাথ সরকার আমি আজ সর্বহারা, পথে পথে রিক্সা চালাই জীবনের হাল ভেঙেছে, ছিড়েছে যে তার মাঝে মাঝে মনে হয়, সব ছেড়ে-ছুড়ে পালাই | বাড়ী ছিল মুর্শিদাবাদের ভগবানগোলা থানার অন্তর্গত কুটিরামপুর গ্রামে আমার চোদ্দ বছরের ছেলে রাজা, আর ওর মা পিয়ালী অভাবের সংসারে, কোন ঘাটতি ছিল না প্রেমে | কিন্তু সাত দিনের জ্বরে, শেষ করে দিল প্রাণ আমার একমাত্র রাজার চনমনে জান, ওর মা যে হল পাগলি ডাক্তার বাবুর একটি ভুল ইনজেকশান | আজ আমি সর্বহারা রিক্সাওয়ালা এই ভাঙা বাড়ীর বারান্দায় রাতে থাকি, এ্যাঁ খাদ্য ! অ’খাদ্য বলতে এক বোতল বাংলা, আর চা কয়েক পেয়ালা | কানে একটু কম শুনি, এখন তো মৃত্যুর দিন গুনি, অভিযোগ ? হ্যাঁ সেতো. -- মন্ত্রী আর সরকারী দপ্তরের দরজায় ঘুরে ঘুরে জমেছে -- এই দেখো কাগজের বস্তা, এখানেতো মৃত্যুই বড় সস্তা | এই কুড়ি বছরে কম হয়নি হয়রানি, আদালতের চক্করে দোকান, জমি, বাড়ী, ভিটে-মাটি-হয়েছে যে চাটি পড়েছে যে মহাজন আর ঐ সব উকিলের খপ্পরে | আর ঐ ব্যাটা ডাক্তার, আমার ছেলেটাকে জলজ্যান্ত দুঃখে বুক ফেটে যায়, কিন্তু ভাবতো ডাক্তার--“যদি ছেলেটা তোমার হতো ?” ছাড়বো না, কাঠগড়ায় তুলবোই !! যতই হই না কেন সর্বশান্ত | কবে শোকে শোকে মরে গিয়েছে, পিয়ালী শূন্যতার হাহাকারে ক্রন্দন বাজে বুকের মাঝে, নিঃসঙ্গ আজ আমি, মনে হয় যেন এ জগৎ হেয়ালী | মানুষ হয়েও আজ আমি মানুষ নই, আদালত, আইন, প্রশাসন সবই বিত্তবানের সাথে, পশুরও অধম আমি, কষ্ট আর হতাশারই বোঝা বই | . ****************** . সুচিতে... মিলনসাগর |
বীর - সন্ন্যাসী কবি তারকনাথ সরকার তুমি বীর উন্নত করেছো মূহ্যমান জাতির শির, তুমি সন্ন্যাসী বীর | তুমি মহাপুরুষ বিবেকানন্দ, জাগিয়েছো ভারতের ঐতিহ্যের ছন্দ, অশিক্ষা আর কুসংস্কারে যাছিল আবদ্ধ, বন্ধ | তুমি সেই বিলে - দূর্দান্ত দুঃসাহসে ছিলো নাকো তোমার কোন অস্ত প্রাণের প্রকাশে হতে না কভু ক্লান্ত | ছিলে তুমি পাশ্চাত্বের নাস্তিক, রামকৃষ্ণের প্রভাবে কিভাবে হলে আস্তিক ? আজও বিরল তোমার মত বেদান্ত দর্শনের তাত্বিক | বলেছিলে তুমি, মানুষের মধ্যেই আছেন ভগবান, সেবধর্ম মূলমন্ত্র -এটাই তিনি চান, রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ, সেই হেতুই বানান | চিকাগো-বক্তৃতার প্রভাব ছিল সারা বিশ্বজুড়ে, হিন্দু ধর্মের আলোর ছটায়, অন্ধকার গেল দূরে, পাশ্চাত্ব মত প্রাচ্যের দিকে মুহূর্তে গেল ঘুরে | বিশ্বনাথ ও ভূবনেশ্বরীর দত্ত আর্য ছিলে অসীম শক্তির উত্স, আজও উজ্জিবিত করে তোমার অবয়ব স্পর্শ | . ****************** . সুচিতে... মিলনসাগর |
জাদুর ঝুড়ি কবি তারকনাথ সরকার চাঁদের কোণায় থাকে এক চরকা কাটা বুড়ি, বয়স তাঁর সাতশ হাজার কুড়ি, খায় সে চালভাজা মুড়ি, তাঁর কাছে আছে এক আশ্চর্য জাদুর ঝুড়ি, যা চাইবে পাবে, হবে ইচ্ছে পুরি | কচিকাঁচার তাইতো এতো হুড়োহুড়ি | দিতে পারেন তবে, অদ্ ভুত এক শর্তে, বারো বছর অন্তর, আসেন একবার মর্তে, লুকিয়ে থাকেন হিমালয়ে, অজানা গভীর গর্তে, হাজির হবেন যখন তখন ইচ্ছা পূরণ করতে | দিতে হবে তবে, কঠিন এক পরীক্ষা প্রয়োজন তাই কঠোর তপস্যা, জ্ঞান ভিক্ষা, ভক্তি, শ্রদ্ধা আর তিতিক্ষা | সকল বিষয়ে একশোতে ১০০ যদি তুমি পাও, ইচ্ছে পূরণ জাদুর ঝুড়ি, তবে নিয়ে যাও | . ****************** . সুচিতে... মিলনসাগর |