কবি তারকনাথ সরকার-এর কবিতা
যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
*
হতভাগার কান্না
কবি তারকনাথ সরকার

হতভাগা বড়ই আমি
কেউ শুনবে না আমার কান্না,
হতচ্ছাড়া, সর্ব্বহারা, অভাগা
চুলোয় গিয়েছে রান্নাবান্না  |
স্টেশনেতে থাকি, রাস্তাতেই খাই
ফেলে দেওয়া ভাঙাচোরা কুড়াই,
ক্ষুধার জ্বালা, বড় জ্বালা,
যা পাই, ঠেলায় পড়ে তাই খাই |
ছেঁড়া কাঁথা, রুক্ষকেশ
আমার ছিন্নবাস,
ভাগ্যদেবীর পরিহাসে
আছে দুঃখ আর দীর্ঘশ্বাস |
পেয়েছি শুধু অবহেলা, দুঃখ
আর সকলের লাথি-তীব্র ঘৃণা,
প্রতিবাদের ভাষা আজ আর নেই,
আছে শুধু যন্ত্রণা, বুকফাটা কান্না  |

.        ******************     
.                                                         
                               সুচিতে...   


মিলনসাগর
*
বিশ্বায়ন ( globalisation )
কবি তারকনাথ সরকার

বিশ্বায়নের মুক্ত হাওয়ায়
কবে যে কোথায় গেছে তলিয়ে----
স্বদেশী পণ্যের পানসি
সমাজতন্ত্রের ফাঁকাবুলি, কেলিয়ে |
পণ্য মূল্যের বৃদ্ধিতে
জীবন যন্ত্রণায় চূর্ণ,
ত্রাহি ত্রাহি---
আমজনতা আজ ছিন্ন-বিচ্ছিন্ন |
এশিয়া, আফ্রিকা, ল্যাতিনের লুন্ঠিত সম্পদ
ও যে রূপান্তরিত পশ্চিমী পুজি,
হলেই বা আমারা হাঁদা-ভোঁদা
তবুও এটা ভালই বুঝি  |
বহুজাতিকদের হাতেই যে
অর্থনৈতিক সাম্রাজ্যবাদের ধ্বজা,
রিটেল থেকে এস. ই. জেড
বিকাশের চাতুরতায় ওরাই করছে কব্জা |
আধুনিক সাম্রাজ্যবাদের নয়া সংস্করণ
সরকার বদ্ধপরিকর করতেও একে রক্ষণ,
চক্রান্ত, সর্বনাশ পরাধীনতার পথ ও যে
আমজনতাকে করবেই ভক্ষন  |

.        ******************     
.                                                                                        
সুচিতে...   


মিলনসাগর
*
বর্ষবরণ
কবি তারকনাথ সরকার

৩১শে ডিসেম্বর রাত ১২টা
ঘড়ির কাঁটা পার হবে যেই,
শুরু হবে বিশ্ববাসীর
আতসবাজী, হুল্লোর,তা-ধেই-ধেই |

হে নববর্ষ নিয়ে এসো
প্রগতি-উন্নতি আর রাশি রাশি সুখ,
মিটুক শত্রুতার হানাহানি, অস্ত্রের ঝনঝনি,
ঘুচুক যত কষ্ট, যন্ত্রণা, দুখ |

ছুটির আমেজে চরুইভাতি
নাচ-গানেই কাটবে এ রাতি,
বুক ভরা আশাতেই হবে নতুন প্রভাত
হোক তবে আজ যেন, শপথ গ্রহনের রাত |

প্রাণে জাগুক বিশ্বভ্রাতৃপ্রেম
নতুন জীবনের আশা,
নির্মল হোক এ পৃথিবী,
মুখে ফুটুক, জীবন পূর্ণতার ভাষা  |

.        ******************     
.                                                                                        
সুচিতে...   


মিলনসাগর
*
সংস্কৃতি - সাবধান
কবি তারকনাথ সরকার

তিলে তিলে তিলোত্তমা
এ যে যুগ যুগান্তরের স্বপ্ন-সাধনা,
কর্ম-ভাব আর উর্ব্বর চিন্তাধারার
গৌরবময় প্রতিচ্ছবি, ও আমার ‘ সংস্কৃতি’ মা  |

কান পেতে তাই শুনি
তোমার কল্লোলিত হৃদস্পন্দন-ধ্বনী,
সৃজনশীলতার উজ্জ্বল প্রতিধ্বনী |

ব্রাহ্মণরা বুঝিয়েছিল,  সমাজে মানুষ চারটা,
ইংরেজরা শিখিয়েছিল, হিন্দু-মুসলমানের ভাগটা
হও তবে সাবধান, নইলে
পশ্চিমী-মার্কিনরা করবে ভরাসভায় ন্যাংটা  |

.        ******************     
.                                                                                        
সুচিতে...   


মিলনসাগর
*
দূরদর্শন
কবি তারকনাথ সরকার

আধুনিক গৃহস্থের গুরুত্বপূর্ণ এক সাথী,
সম্প্রচার চলছে কিবা দিন, কিবা রাতি |
বিনোদন, শিক্ষা, যেকোন তথ্য,
চলচিত্র, সংগীত, খবর আর নৃত্য,
বিজ্ঞান, খেলার কি বিপুল আয়োজন |
চ্যানেল ঘোরালেই পাবে যা প্রয়োজন |

খুলেছে বিচিত্র জ্ঞানের এ বিশ্বের দ্বার,
দূর করছে নিকট বন্ধু-আশ্চর্য উপহার |
শক্তিশালী গণমাধ্যম এই দূরদর্শন,
সমাজ শিক্ষক হেতা করে মনোরঞ্জন |

বিশ্বনাগরিকের এ এক মহামিলন স্থল
আপমর জীবনের তাই ব্যপক চল |   
বিকৃত কুরুচিতে যদিও হচ্ছে কিছু ক্ষতি
সচেতন হতে হবে সভ্যতার প্রতি |
বেয়ার্ডের আবিস্কার দরকারী এই সামান,
যদি না থাকে ঘরে, এক্ষুনি আনান |

.        ******************     
.                                                                                        
সুচিতে...   


মিলনসাগর
*
কন্যাভ্রূণ হত্যা
কবি তারকনাথ সরকার

কেন, কেন তুমি মা আজ
এ সিদ্ধান্ত নিলে   ?
ভূমিষ্ট হওয়ার আগেই-----
কেমন করে আমায় গেলে ভুলে  ?
আমিও তো চেয়ে ছিলাম
সুন্দর এ পৃথিবীতে নিশ্বাস নিতে
তোমাদের পরিবারের সম্মান বাড়াতে |
কিন্তু কেন, কেন ?
শুধু মাত্র মেয়ে হওয়ার অপরাধে !
গর্ভাবস্থায় হত্যায় উদ্ধত আজ তোমার ওই দুটি হাত,
কেন ? তুমিও তো একজন মেয়ে ?

.        ******************     
.                                                                                        
সুচিতে...   


মিলনসাগর
*
সময়
কবি তারকনাথ সরকার

কালের স্রোতের ধারা, আপন খেয়ালে ধায়,
.         শত বাঁধায়, ফিরে নাহি চায়,
.   নষ্ট করো নাকো কভু-এ মূহুর্ত হেলায়,
.       পস্তাতে হবে তবে- হায় ! হায় !


ঘড়ি দিয়ে যায় যে তারে, সঠিক ভাবে আঁকা,
.   সাথেই আছে তবু, যায় না কভু দেখা |
.       কেনা যায় না তাকে, দিয়ে কোন মূল্য,
.   অপরিসীম গুরুত্ব, নাহি তার কোন তুল্য |


.      মহাকাল মহাদামী, অসীম-অনন্ত,
অতিক্ষুদ্র এ প্রাণ, থাকবে নাকো জীবন্ত |
. জীবন ব্যর্থ হবে-না দিলে কোন গুরুত্ব
. দুর্ভাগ্য, অনুতাপ- থাকবে শুধু বিরক্ত |


.    ছোট আরো জোড়ে ছোট - দূর্জয়, দূর্বার,
.    ক্লান্তি মানা - হারলে হবে নাকো আর |
সাফল্যের শিখর পাবে - ‘টাইম ম্যানেজমেন্টে’ রপ্ত,
.    অমৃতের স্বাদ পাবে, ভবিষ্যত শক্তপোক্ত |

.       
          ******************     
.                                                                                        
সুচিতে...   


মিলনসাগর
*
মরুভূমি
কবি তারকনাথ সরকার

.   রাজপুতের বীরত্বে গাঁথা ঐ যে রাজস্থান,
.  শৈর্য্যে বীর্যে অসামান্য, বিশিষ্ট তার স্থান |
রাণা প্রতাপ, কুম্ভ, বাপ্পা, ভীম দিয়েছেন প্রাণ,
.  জহর ব্রতে মায়েরা বাঁচিয়েছেন সম্মান |


.   আজও শুনতে পাবে মীরাবাঈ এর গান,
মন মাতানো মরুত্সবে লোকসংস্কৃতির তান |
.  ধু ধু বালির সমুদ্রেও আছে যে মরুদ্যান,
রুপসী ঐ রূপ দেখতে পাবে, চড়লে ক্যারাভান  |


পেখম তুলে ময়ূর নাচে যখন মেঘের ঘনঘটা,
সোনালী বালির ঢেউ-এ, সোনা ঝরানো ছটা |
কেল্লা, মন্দির আর উত্সবে স্বপ্নময় যাদুপুরী,
স্থাপত্য, ভাস্কর্যে অনুপম, এসো একবার ঘুরি |

.                 ******************     
.                                                                                        
সুচিতে...   


মিলনসাগর
*
একটি মৃত্যু, কিছু প্রশ্ন
কবি তারকনাথ সরকার

কি প্রয়োজন ছিল এমন রাজনীতি,
যেখানে নীতিহীন-স্বার্থনেষী অপদ্রব্যের অবাধ গতিবিধি |
তোমার মতো নিচুতলার একনিষ্ঠ কর্মী যারা,
দেওয়ালে রং-এর খোঁচা, আর তো ঝান্ডা ধরা,
সমস্ত কাজকর্ম ফেলে মিটিং-এ ভীড় বাড়ানো ছাড়া,
আর কিই বা করার ছিল তোমার পার্থ সেন ?
ছুতো নাতায় বন্ধ ডাকা, মিছিলে সারিবদ্ধ ভাবে হাঁটা,
তবে ভালই লাগত দেখে----
স্লোগানের গর্জন, আর মুষ্টিবদ্ধ হাতগুলোর বাতাস কাটা,
অনেকটা কেন্নো জাতীয় ম্যাসিনের মতো, কি বল  ?
তবে কখনো কি ভেবেছো  ?
তোমার ভালবাসা, ত্যাগের মূল্য
ঠান্ডা ঘরের কানে কালা প্রভুরা দিতে আদৌ প্রস্তুত কিনা  ?
পার্টি তোমাকে যেভাবে স্তম্ভের মতো ব্যবহার করত
তোমার অবর্তমানে, পার্টি তোমার পরিবারের স্তম্ভ হবে কিনা  ?
আজোও তোমার সদ্য বিধবা বৌ, খুঁজে ফেরে তোমাকে
মিছিলের ভীড়ে |
তোমার শিশু সন্তান, ডুকরে কেঁদে ওঠে আজও “বাবা-বাবা”  বলে
তুমি তো কখন, সকলের অজান্তে ফেলে গেলে চলে |
বৃদ্ধ পিতা মাতার একমাত্র ভরসা,
রেখে কিছু প্রশ্ন চিহ্ন, ফুরিয়ে গেল তাদের সকল আশা  |

.        ******************     
.                                                                                        
সুচিতে...   


মিলনসাগর
*
মহাবিশ্ব
কবি তারকনাথ সরকার

এ মহাবিশ্ব মাঝে আমি মনুষ্যজাতি
অতীব ক্ষুদ্রাতি ক্ষুদ্র-
তাতেই আমি পৃথিবী শ্রেষ্ঠ
গর্বে-দম্ভে রুদ্র ||
কত কিছু আজও অজানা, ধরা-ছোয়া নাগালের বাইরে
গ্রহ-নক্ষত্র-ধূমকেতু-উলকা-গ্যালাক্সী-নীহারিকা-ন্যাবুলা-ব্লাকহোল-পালসার-
কোয়াসার
আরো কত কী - তাই  না  রে ?
কোথাও আছে প্রাণ, কোথাও রুক্ষ উষর মরুভূমি
ঠান্ডা, অতল অন্ধকারে আমি খুঁজে চলি
কবে প্রাণের সাড়া পাব তা নাহি জানি ||
জ্ঞানের এ খোঁজ চলবেই - থাকবে যতদিন মনুষ্যজাতি
এদিক-ওদিক, কিবা দিন -কিবা রাত্রি  ||

.        ******************     
.                                                                                        
সুচিতে...   


মিলনসাগর