কবি তারাপদ লাহিড়ীর কবিতা
তারাপদ লাহিড়ী
২০. ১১. ১৯০২ ~ ১৫. ০৬. ১৯৮৬
॥ মিলনসাগরে স্বাগত॥ মিলনসাগর শুধুমাত্র একটি ওয়েবসাইট নয়, একজন শিল্পীর সাজানো ক্যানভাস॥ বিগত ৪ঠা জুন ২০০৫ তারিখে জনাব শেখ মহম্মদ আলী মিলনসাগরের শুভ-উদ্বোধন করেন॥ আমরা কৃতজ্ঞতা জানাই দিল্লীর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর অধ্যাপক ডঃ দীপায়ন সরকারকে যিনি মিলনসাগরে বহুল ব্যবহৃত "লিখন" নামক বাংলা ফন্টের স্রষ্টা॥ আমরা কৃতজ্ঞতা জানাই বাংলা অভ্র কী-বোর্ডের স্রষ্টা ডঃ মেহেদী হাসান খানকে, যাঁর জন্য আপামর বাঙালী আজ ইনটারনেটে স্বচ্ছন্দে বাংলা ব্যবহার করতে পারছেন॥
আমরা কৃতজ্ঞ কবিপুত্র উৎপলাভ লাহিড়ীর কাছে যাঁর লেখা "মহাজীবন" নামক কবি জীবনীটি
এখানে সম্পূর্ণ তুলে দিয়েছি এবং এই তথ্য থেকেই আমরা কবির কবি-পরিচিতিটি সঠিকভাবে
লিখতে পেরেছি। তাঁর ইমেল -
utpalavalahiri@yahoo.in
আমরা কৃতজ্ঞ কবি সোমনাথ গুহর কাছেও, যিনি এই লেখাটি এবং কবির ছবি ও ১টি ছড়া
আমাদের পাঠিয়েছেন। তাঁর ইমেল -
somenath.guha26@gmail.com
এই ছবিটির উপরে মাউসটি রাখলে কবির তরুণ বয়সের ছবি ফুটে উঠবে।