কবি তারাপদ লাহিড়ীর কবিতা |
কাশীপুরের বাসীকথা কবি তারাপদ লাহিড়ী কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত কাব্যসংকলন “ব্রাত্য পদাবলী” থেকে। ঘরছাড়া সব বাঙাল ভাতকাপড়ের কাঙাল জুটলো এসে বঙ্গদেশে দণ্ডকবন ছেড়ে। খবর শুনে টেকো মাথার গান্ধীটুপি নেড়ে মহামাতা বচন দিলেন, “মোদ্দা কথা এই--- পিপীলিকার পাখনা ওঠে মরবার জন্যেই। পাথর ভরা ভুঁই দিয়েছি চষতে--- টিন দিয়েছি ছাপড়া বেঁধে বসতে, হাল কিনতে তঙ্কা দিলাম, আরও দিলাম মোষ--- হাভাতে সব বাঙালগুলো তাও মানে না পোষ! সাফ কথাটাই বলছি তবে, জলদি ফিরে আসতে হবে ; দান খয়রাত দু’চার ফোঁটা না হয় দেবো আরও। নইলে কানে দিলাম তুলো --- ফোঁপাও যত পারো।” “ঠাঁই হবে না, ঠাঁই হবে না, যেতেই হবে ফিরে” --- ছুটলো হুকুম গঙ্গা-অজয়-ইছামতীর তীরে। কু লিসপাণি পুলিস এলো---এলো মোটর ট্রাক্ গুরুম গুরুম শব্দে হঠাৎ কানের পাটা ফাঁক। “কি হয়েছে?--- কিছু না তো--- ন্যাংটো মানুষ গোটাকতো অকাল মরণ প্রাপ্ত হলো---এমনি তরো রোজ মরছে কতো পোকামাকড় কে রাখে তার খোঁজ? স্বাধীনতার পূণ্যাহ যে---শুনছো না তার বাদ্য? নরমুণ্ড দু’চার গোটা বার্ষিকী বরাদ্দ।” . ************************* . সূচীতে . . . মিলনসাগর |