কবি তিলোত্তমা মজুমদার -  জন্মগ্রহণ করেন উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ার
মহকূমার কালচিনিতে। তাঁর শৈশব কাটে কালচিনির চাবাগানে। সেখানেই তাঁর স্কুলজীবন কাটে।

১৯৮৫ সালে তিনি কলকাতায় এসে স্কটিশ চার্চ কলেজ ভর্তি হয়ে সেখান থেকে স্নাতক হন। বর্তমানে তিনি
আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগের সঙ্গে যুক্ত।

লেখালেখি শুরু ১৯৯৩ থেকে। তাঁর প্রথম লেখা প্রকাশিত হয় কালচিনির “উন্মেষ” পত্রিকায়। তাঁর প্রথম
উপন্যাস “ঋ” কলকাতার “একালের রক্তকরবী” পত্রিকায় প্রকাশিত হয়। পরে সেই নামেই প্রকাশিত হয় তাঁর
একটি গল্পগ্রন্থ। তাঁর রচনাসম্ভারে রয়েছে “মানুষ শাবকের কথা”, “সাধারণ মুখ” (প্রকাশিত হয় “ভোরের
কাগজ” সাপ্তাহিকে), “বসুধারা” (দেশ পত্রিকায় দারাবাহিকভাবে প্রকাশিত), “চাঁদের গায়ে চাঁদ” (১৪০৯-এর
শারদীয়া আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত), “অমৃতানি”, “রাজপাট”, “চাঁদু”, “এসো সেপ্টেম্বর” প্রভৃতি। তাঁর
কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “একতারা”, “আমি আর সহোদরা”, “যদিও সামান্যতর" প্রভৃতি।

কবি বহু পুরস্কারে ভুষিত হয়েছেন। ২০০৩ সালে বসুধারা উপন্যাসের জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার।
পেয়েছেন শৈলজানন্দ স্মৃতি পুরস্কার, শরৎ স্মৃতি পুরস্কার ইত্যাদি।


আমরা
মিলনসাগরে  কবি তিলোত্তমা মজুমদারের কবিতা তুলে আনন্দিত।  

উত্স –  পরবাস.কম         
.          নমিতা চৌধুরীঅনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত, মহিলা কবিদের বাংলা কবিতা সংকলন
.          দামিনী ১৪০০ - ২০০০।    


কবি তিলোত্তমা মজুমদার মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন

আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ০১.০৭.২০১৩
...