কবি
ও গীতিকার তুলসী লাহিড়ীর
গান
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
www.milansagar.com
অঝরে বাদল ঝরে আজিকে একা ঘরে
আজি নিঝুম রাতে কে বাঁশি বাজায়
আমায় বলো না ভুলিতে বলো না
উজল কাজল দুটি নয়ন তারা
ও মন ভাসলি মিছে সাগর জলে রতনটি আর তুললি কৈ
এসেছিল সে যে চৈতী সাঁঝে আমার মনের দুয়ারে
কুল মজালি ঘর ছাড়ালি পর করালি আপনজনে
তোমারি তরে সে তোমারি দ্বারে ভিখারী
নবমী নিশি পোহালে উমা আমার যাবে চলে
না জানি কি বাণী আজ শুনি
ভুলে ভুলে যেন ভুলে ভুলে
ভুলো না -- রেখো মনে বাঁচবে যত কাল
মন বলে চিনি চিনি তবু চিনিতে নারি তোমারে
শুনি কাননপারে মুরলীধ্বনি
শোন্ রে শোন্ বাংলা দেশের কাঙ্গাল চাষী ভাই
মিলনসাগর
কবি
তুলসী লাহিড়ীর
পরিচিতির পাতায় . . .
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।