কবি ও গীতিকার তুলসী লাহিড়ীর গান
*
আমায় বলো না ভুলিতে বলো না
রচনা – তুলসী লাহিড়ী
সুর - তুলসী লাহিড়ী
শিল্পী – জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী, ১৯৩৩

আমায় বলো না ভুলিতে বলো না
সে কি ভুলিবার ধন রমণী মোহন হেরিবারে করি কত সাধনা ||
চাহিনা অন্যে চাহি বনমালী সে পদে দিয়াছি মন প্রাণ ডালি
নহি সখি আমি পথের কাঙ্গালী শ্যাম-ভিখারিণী ললনা ||
কলঙ্কের কথা হতাশেরি ব্যথা কতই লাঞ্ছনা গঞ্জনা----
করি সোহাগের হার পরেছি গলায় ভুলিবারে পাই কত যাতনা ||

.             *************************      
.                                                                                        
সূচিতে . . .   



মিলনসাগর   
*
আজি নিঝুম রাতে কে বাঁশি বাজায়
রচনা – তুলসী লাহিড়ী
সুর  - তুলসী লাহিড়ী
শিল্পী – জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী, ১৯৩৩

.    আজি নিঝুম রাতে কে বাঁশি বাজায়
সুরে বেদন বাজে গোপন হিয়ায় ||
সুখস্মৃতি সাথে ওই সুর মায়ায়
কত দুঃখ মেশে যেন আলোতে ছায়ায়
আজি নিশীথ রাতে জাগি তারার সাথে
তারি স্মৃতিটি নিয়া নীরব ব্যথায় ||

.             *************************      
.                                                                                        
সূচিতে . . .   



মিলনসাগর   
*
ও মন ভাসলি মিছে সাগর জলে রতনটি আর তুললি কৈ
রচনা – তুলসী লাহিড়ী
সুর  - তুলসী লাহিড়ী
শিল্পী – মৃণালকান্তি ঘোষ, ১৯৩৩

ও মন ভাসলি মিছে সাগর জলে রতনটি আর তুললি কৈ |
কূলের পানে রইলি চেয়ে অতল তলে ডুবলি কৈ ||
মিথ্যে কেবল সরলি বকে, দেখেশুনে হাসল লোকে
মনের আলো মনে রেখে মনকে আলো করলি কৈ ||
যে কূল তুই ভুলবি বলে ছুটালি কত কাঁটা দ’লে |
ভুলে গেলি ফুলের কথা কাঁটার ব্যথা ভুললি কৈ ||
যারে বেড়াস খুঁজে তিনভুবনে, সে যে রে তোর আপন মনে,
ছুটলি কেবল বাহির পানে ভিতর পানে চললি কৈ  ||

.             *************************      
.                                                                                        
সূচিতে . . .   



মিলনসাগর   
*
উজল কাজল দুটি নয়ন তারা
রচনা – তুলসী লাহিড়ী
সুর  - তুলসী লাহিড়ী
শিল্পী – জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী, ১৯৩৩

উজল কাজল দুটি নয়ন তারা
আকুল চঞ্চল কারে খুঁজিয়া সারা
.         আসিলে কে পাশে
.         লাজে মুদিয়া আসে
পিয়াসী সদা ফেরে কার দরশ আশে
দখিনা বাতাসে কুসুম সুবাসে
কারে মনে পড়ে বহে নয়নের ধারা

.         *************************      
.                                                                                        
সূচিতে . . .   



মিলনসাগর   
*
না জানি কি বাণী আজ শুনি
রচনা – তুলসী লাহিড়ী
শিল্পী – মিস কমলা ঝরিয়া , ১৯৩৩

না জানি কি বাণী আজ শুনি |
তব গানে গানে কি বারতা
.        কি ব্যথা আকুলতা
সুরে সুরে আজি হে গুণী ||
বুকে দোলে কি গো ব্যথার মালা
তারি সুবাস কি গো এ সুরে ঢালা
.         আজিকে গোপনে
       করুণ মধুর গানে
ছুঁয়ে গেলে মম পরাণ খানি

.         *************************      
.                                                                                        
সূচিতে . . .   



মিলনসাগর   
*
ভুলে ভুলে যেন ভুলে ভুলে
রচনা – তুলসী লাহিড়ী
শিল্পী – ধীরেন্দ্রনাথ দাস, ১৯৩৩

ভুলে ভুলে যেন ভুলে ভুলে
কালো দুটি আঁখিতারা তুলে
চেয়েছিল শুধু নিরদয় বঁধু
সেদিন বিজন নদীকূলে
কি কথা যেন গো হায়
আমারে বুঝাতে চায়
মুখে নাহি কথা শুধু নীরবতা
কয়েছে আমারে সবই খুলে ||
কয়েছে মলয় কয়েছে পাপিয়া
নব কিশলয় করেছে কাঁপিয়া
যে কথা লুকানো ছিল তারি মনে
অলি কহে ফুলে দুলে দুলে ||

.     *************************      
.                                                                                        
সূচিতে . . .   



মিলনসাগর   
*
অঝরে বাদল ঝরে আজিকে একা ঘরে
রচনা – তুলসী লাহিড়ী
সুর –  তুলসী  লাহিড়ী
শিল্পী – মিস অনিমা ( বাদল ), ১৯৩৩

অঝরে বাদল ঝরে
আজিকে একা ঘরে
.                  কাঁদে প্রাণ তারি তরে |

আকাশে কাজল মেঘে
যে ছবি ওঠে জেগে
বিজলী চমকে আজ
.                  যার হাসি মনে পড়ে
.                  কাঁদে প্রাণ তারি তরে ||

নিবিড় তিমির রাতে
নিদ নাহি আঁখিপাতে
নয়নবারি মোছাতে
.                   সাথী আজ নাহি ঘরে
.                   কাঁদে প্রাণ তারি তরে ||

.           *************************      
.                                                                                        
সূচিতে . . .   



মিলনসাগর   
*
মন বলে চিনি চিনি তবু চিনিতে নারি তোমারে
রচনা – তুলসী লাহিড়ী
সুর  - তুলসী লাহিড়ী
শিল্পী – গোপাল চন্দ্র সেন, ১৯৩৪

মন বলে চিনি চিনি তবু চিনিতে নারি তোমারে |
হিয়ার মাঝারে পেয়েছিনু কবে
.                    কোন্ সে জনম পারে ||
জোছনা-নিশীথে দূরের বাঁশিতে শুনেছি তোমারি বাণী
চপলা চমকে খসিতে দেখেছি মায়া আবরণ খানি
যেন মলয়ের ছলে দিয়েছ পরশ মনো-বনে বারে বারে ||
পিপাসা বাড়ায়ে মরীচিকাসম
.                   চিরদিন রবে দূরে প্রিয়তম
এসো না নিভিতে দীপ      না শুকাতে ফুল
.                   এসো হৃদয়-দেউল দ্বারে ||

.           *************************      
.                                                                                        
সূচিতে . . .   



মিলনসাগর   
*
কুল মজালি ঘর ছাড়ালি পর করালি আপনজনে
রচনা – তুলসী লাহিড়ী
সুর --  তুলসী লাহিড়ী
শিল্পী – কমলা ঝরিয়া, ১৯৫৩

কুল মজালি ঘর ছাড়ালি পর করালি আপনজনে,
তোর পীরিতির একি রীতি, কাঁদি নিতি নিরজনে ||                          
.               জ্বালা হল রূপের রাশি
.               আর জ্বালা ঐ মোহন বাঁশি
আমার নয়ন-মন উদাসী তিলেক অদরশনে ||
.                একি হল হায় হে মরি
.                 ধৈরজ ধরিতে নারি,
পলকে প্রলয় হেরি, এ মনে বাঁধি কেমনে ||
.                 করমে মোর এই কি ছিল
.                  গোকুলে কলঙ্ক হ’ল
একূল ওকূল দু’কূল গেল, অকূলে ভাসি এখনে

.           *************************      
.                                                                                        
সূচিতে . . .   



মিলনসাগর   
*
ভুলো না -- রেখো মনে বাঁচবে যত কাল
রচনা – তুলসী লাহিড়ী
সুর  -- তুলসী লাহিড়ী
শিল্পী – কমলা ঝরিয়া , ১৯৪৬

ভুলো না -- রেখো মনে বাঁচবে যত কাল
সোনার দেশে ক্যান এল পঞ্চাশের আকাল |
ভুলে রব লড়াই এল দেশে
চোরেরা সব দল বাঁধে ভাই রক্ষকেরই বেশে---
তারা বাগিয়ে ভুঁড়ি হাঁকায় জুড়ি লুটের মালে লালে লাল |
এল পঞ্চাশের আকাল ||
ক’রে ভাই মিছরি মুড়ি একদর
লুটের বাজার হ’ল শুরু নাইকো কারো লাজডর |
( ধনীর ) ব্যাঙ্কে টাকার অঙ্ক বাড়ে গরীবের যায় বলদ হাল ----
এল কাল পঞ্চাশের আকাল ||
ঘরহারা সব বাহির হ’ল পথে
( ওদের ) দেকী দয়ার ফাঁকি দিলো নুনের ছিটে ক্ষতে ---
ওরা ফ্যান বিলিয়ে নাম কিনে নেয়
কাঙাল মরে পালে পাল----
এল কাল পঞ্চাশের আকাল ||
তকমাধারী ন্যায়ের মালিক যারা
মুখোস খুলে খোস মেজাজে লুটে বেড়ায় তারা |
( আবার ) পচায় গোলার ছালায় ছালায়
চিনি আটা ময়দা চাল |
এল পঞ্চাশের আকাল ||
চিনে রাখ্ লোভী রাহুর দল
জেনে রাখ্ নিত্যকালের নয়তো বাহুর বল---
নিজে জ্বলো জ্বালো আলো পালাক পিচাশ প্রেতের পাল-----
হবে না আর কভু আকাল ||

.           *************************           
.                                                                                        
সূচিতে . . .   



মিলনসাগর