কবি ও গীতিকার তুলসী লাহিড়ীর গান |
ভুলো না -- রেখো মনে বাঁচবে যত কাল রচনা – তুলসী লাহিড়ী সুর -- তুলসী লাহিড়ী শিল্পী – কমলা ঝরিয়া , ১৯৪৬ ভুলো না -- রেখো মনে বাঁচবে যত কাল সোনার দেশে ক্যান এল পঞ্চাশের আকাল | ভুলে রব লড়াই এল দেশে চোরেরা সব দল বাঁধে ভাই রক্ষকেরই বেশে--- তারা বাগিয়ে ভুঁড়ি হাঁকায় জুড়ি লুটের মালে লালে লাল | এল পঞ্চাশের আকাল || ক’রে ভাই মিছরি মুড়ি একদর লুটের বাজার হ’ল শুরু নাইকো কারো লাজডর | ( ধনীর ) ব্যাঙ্কে টাকার অঙ্ক বাড়ে গরীবের যায় বলদ হাল ---- এল কাল পঞ্চাশের আকাল || ঘরহারা সব বাহির হ’ল পথে ( ওদের ) দেকী দয়ার ফাঁকি দিলো নুনের ছিটে ক্ষতে --- ওরা ফ্যান বিলিয়ে নাম কিনে নেয় কাঙাল মরে পালে পাল---- এল কাল পঞ্চাশের আকাল || তকমাধারী ন্যায়ের মালিক যারা মুখোস খুলে খোস মেজাজে লুটে বেড়ায় তারা | ( আবার ) পচায় গোলার ছালায় ছালায় চিনি আটা ময়দা চাল | এল পঞ্চাশের আকাল || চিনে রাখ্ লোভী রাহুর দল জেনে রাখ্ নিত্যকালের নয়তো বাহুর বল--- নিজে জ্বলো জ্বালো আলো পালাক পিচাশ প্রেতের পাল----- হবে না আর কভু আকাল || . ************************* . সূচিতে . . . মিলনসাগর |