কবি উমা দেবী
(জন্ম ১৯১৯) - জন্মগ্রহণ করেন বিহারের ভাগলপুরে।
তিনি কর্মজীবনে প্রথমে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ও পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের
অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন।
তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে – সঞ্চারিণী, গৌড়ীয় বৈষ্ণব রসের অলৌকিকত্ব, অরণ্য মন প্রভৃতি।
আমরা
মিলনসাগরে
তাঁর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলেই এই প্রয়াসের
সার্থকতা।
উত্স
– অসিতকুমার বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বাংলা কবিতা সমুচ্চয়, দ্বিতীয় ভাগ, ১৯৯৩।
উমা দেবীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন
।
আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২০.০৭.২০১৩
...
উমা দেবী নামের দুজন কবি পাই। প্রথম উমা দেবী (গুপ্ত) জন্মগ্রণ করেন
১৩. ০৮. ১৯০৪ তারিখে। দ্বিতীয় উমা দেবী জন্মগ্রহণ করেন ১৯১৯ সালে।
এই পাতা দ্বিতীয় উমাদেবীর কবিতার পাতা
প্রথম
উমা দেবীর পাতায় যেতে এখানে ক্লিক করুন