কবি উমা দেবীর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
www.milansagar.com
কবি
উমা
দেবীর পরিচিতির পাতায়...
*
মজুর, মজুর-বউ করিছে বচসা
কবি উমা দেবী
বাতায়ন কাব্যগ্রন্থ থেকে নেওয়া
মজুর, মজুর-বউ করিছে বচসা
সেদিন নয়নে মোর পড়িল সহসা ;
নিত্যকার এ ব্যাপার, তবু কুতূহলী,
জানালার কাছে আমি ছুটে গেনু চলি ;
দেখি এক নির্ব্বিকার এতটুকু ছেলে
আপনার মনে সেথা ধূলো নিয়ে খেলে,
তা’কে নিয়ে এ বিবাদ বেঁধেছে এমন
জুটেছে পাড়ার লোকে জানিতে কারণ।
বউটা বলিছে কেঁদে,--- “করোগো বিচার,
কত যে মানৎ-করা এ ছেলে আমার
এরে কেন দেয় গালি ? কেন মারে ধ’রে ?
দেখি আজ কেমনে ও ঢোকে মোর ঘরে।”
“আয় খোকা আয়” ব’লে হাত ধ’রে টানে,
“বাবা” ব’লে ছেলে চায় মজুরের পানে।
. ***************
.
উপরে
মিলনসাগর
কবি
উমা
দেবীর পরিচিতির পাতায়...
মজুর, মজুর-বউ করিছে বচসা
ফুল ফোটা
এল ঘুম
বোকা খোকা
বহুদিন পরে
মিলনসাগর
১।
২।
৩।
৪।
৫।
*
ফুল ফোটা
কবি উমা দেবী
উত্থানপদ বিজলী সম্পাদিত "এপার বাংলা ওপার বাংলার ২০০ কবির ২০০ ছড়া ও কবিতা" বইটি
থেকে নেওয়া।
মাটি খুঁড়িতেছে মালি,---এই কাজ তার,
রৌদ্র পড়ে, জল এনে ঢালে ভারে ভার,
ফুল ফুটে উঠে বাবে,--- ছি, ছি, একি লাজ!
আমারে জাগাতে কত আয়োজন আজ,---
এই যে বৃহত্কায় মালি গোল গাল
ঘুরিতেছে আশে পাশে, হায় রে কপাল,
আমার ফোটার লাগি সমস্ত গৌরব
একা সেই অরসিক করে অনুভব ?
হেন কালে ছুটে এল দুই ভাই বোন্---
সুন্দর সুরভিময় ফুলেরি মতন।
ভাই বলে, “দেখ দিদি ফুল আছে ফুটে।”
হরষে আকুল হয়ে দিদি আসে ছুটে।
ফুল ভাবে বাঁচিলাম, সফল জীবন
ফুটিতে অসীম সুখ, ঝরিতে বেদন।
. ***************
.
উপরে
মিলনসাগর
কবি
উমা
দেবীর পরিচিতির পাতায়...