কবি উমা দেবীর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।  www.milansagar.com
*
মজুর, মজুর-বউ করিছে বচসা
কবি উমা দেবী
বাতায়ন কাব্যগ্রন্থ থেকে নেওয়া

মজুর, মজুর-বউ করিছে বচসা
সেদিন নয়নে মোর পড়িল সহসা ;
নিত্যকার এ ব্যাপার, তবু কুতূহলী,
জানালার কাছে আমি ছুটে গেনু চলি ;
দেখি এক নির্ব্বিকার এতটুকু ছেলে
আপনার মনে সেথা ধূলো নিয়ে খেলে,
তা’কে নিয়ে এ বিবাদ বেঁধেছে এমন
জুটেছে পাড়ার লোকে জানিতে কারণ।
বউটা বলিছে কেঁদে,--- “করোগো বিচার,
কত যে মানৎ-করা এ ছেলে আমার
এরে কেন দেয় গালি ? কেন মারে ধ’রে ?
দেখি আজ কেমনে ও ঢোকে মোর ঘরে।”
“আয় খোকা আয়” ব’লে হাত ধ’রে টানে,
“বাবা” ব’লে ছেলে চায় মজুরের পানে।

.               ***************  
.                                                                                   
সূচিতে . . .    


মিলনসাগর
*
ফুল ফোটা
কবি উমা দেবী
উত্থানপদ বিজলী সম্পাদিত "এপার বাংলা ওপার বাংলার ২০০ কবির ২০০ ছড়া ও কবিতা" বইটি
থেকে নেওয়া।

মাটি খুঁড়িতেছে মালি,---এই কাজ তার,
রৌদ্র পড়ে, জল এনে ঢালে ভারে ভার,
ফুল ফুটে উঠে বাবে,--- ছি, ছি, একি লাজ!
আমারে জাগাতে কত আয়োজন আজ,---
এই যে বৃহত্কায় মালি গোল গাল
ঘুরিতেছে আশে পাশে, হায় রে কপাল,
আমার ফোটার লাগি সমস্ত গৌরব
একা সেই অরসিক করে অনুভব ?
হেন কালে ছুটে এল দুই ভাই বোন্---
সুন্দর সুরভিময় ফুলেরি মতন।
ভাই বলে, “দেখ দিদি ফুল আছে ফুটে।”
হরষে আকুল হয়ে দিদি আসে ছুটে।
ফুল ভাবে বাঁচিলাম, সফল জীবন
ফুটিতে অসীম সুখ, ঝরিতে বেদন।

.             ***************  
.                                                                                    
সূচিতে . . .     


মিলনসাগর
*
এল ঘুম
কবি উমা দেবী
(
এই ছড়াটি প্রথম না দ্বিতীয় উমা দেবীর, তা আমরা সঠিক ভাবে জানি না। প্রথম উমাদেবীর পাতায় দিলাম।  যদি কেউ
আমাদের সঠিক তথ্য দিতে পারেন, প্রমাণ সমেত, আমরা কৃতজ্ঞতাস্বরূপ প্রেরকের নাম সেই উমা দেবীর পাতায় উল্লেখ
করবো, যে উমা দেবীর রচিত এই কবিতা হবে। ছড়াটি আমরা পেয়েছি প্রভাত বসু ও মহেন্দ্রনাথ দত্ত সম্পাদিত, শিশু
সাহিত্য সংসদ প্রাইভেট লিমিটেড দ্বারা ১৯৯৪ সালে প্রকাশিত, “ছোটদের ছড়া সঞ্চয়ন” থেকে।
.                                    
দ্বিতীয় উমা দেবীর পাতায় যেতে এখানে ক্লিক করুন . . . )

এল ঘুম, এল ঘুম, এল ঘুম রে!
ঘুম বুড়ী গেল ঘরে মন গুমরে!
এল ঘুম, এল ঘুম, এল ঘুম রে!
ঝাঁ ঝাঁ করে রাত্তির নিঝ্ঝুম রে!
এল ঘুম, এল ঘুম, এল ঘুম রে!
নিশুতি পেঁচা ডাকে হুম হুম রে।
এল ঘুম, এল ঘুম, এল ঘুম রে---
ঘুম ভরা দুটি চোখে দিনু চুম্ রে!

.         ***************  
.                                                                                    
সূচিতে . . .     


মিলনসাগর
*
বোকা খোকা
কবি উমা দেবী
(
এই ছড়াটি প্রথম না দ্বিতীয় উমা দেবীর, তা আমরা সঠিক ভাবে জানি না। প্রথম উমাদেবীর পাতায় দিলাম।  যদি কেউ
আমাদের সঠিক তথ্য দিতে পারেন, প্রমাণ সমেত, আমরা কৃতজ্ঞতাস্বরূপ প্রেরকের নাম সেই উমা দেবীর পাতায় উল্লেখ
করবো, যে উমা দেবীর রচিত এই কবিতা হবে। ছড়াটি আমরা পেয়েছি প্রভাত বসু ও মহেন্দ্রনাথ দত্ত সম্পাদিত, শিশু
সাহিত্য সংসদ প্রাইভেট লিমিটেড দ্বারা ১৯৯৪ সালে প্রকাশিত, “ছোটদের ছড়া সঞ্চয়ন” থেকে।
.                                    
দ্বিতীয় উমা দেবীর পাতায় যেতে এখানে ক্লিক করুন . . . )


আম খাবে না, জাম খাবে না,
.                তেঁতুল খাবে খোকা।
ওরে যাদু, তুই যে দেখি
.                সর্বনেশে বোকা!
চায় না পুষি, চায় না পাখি,
.                বাঘের ছানা চায়---
যাদুর মত এমন বোকা
.                আর কে আছে হায়!

.           ***************  
.                                                                                    
সূচিতে . . .     


মিলনসাগর
*
বহুদিন পরে
কবি উমা দেবী

বহুদিন পরে দেখিনু তোমারে
.                অনেক লোকের মাঝে,
উত্সব রাতি, নহবৎ দ্বারে
.                সুমধুর সুরে বাজে!
.        কতদিন চলে গিয়েছে বৃথায়
.        হৃদয় আকুল দরশ তৃষায়
আজিকে তোমারে দেখিনু চকিতে
.                ভীত কম্পিত লাজে।
বহুদিন পরে দেখা পেনু তব
.                অনেক লোকের মাঝে।

বহুছে শীতের উত্তর-বায়
.                রিক্ত তরুর শাখে
নাহি পল্লব, নাহি ফোটে ফুল
.                কোকিল নাহিক ডাকে
.        তবু যে মোর আজি হল মানে
.        শত বসন্ত এসেছে জীবনে
ডাকিছে কোয়েল, ফুটেছে কুসুম
.                কননেতে লাখে লাখে।

যদি
শীতের উত্তর বায়ু
.                বহিছে তরুর শাখে।
মোর পানে চেয়ে দেখিলে কি তুমি
.                স্বপন-বিভোল আঁখি ?
এতদিন পরে পেলে কি খুঁজিয়া
.                হারানো ছিন্ন রাখি ?
.        ডাকিলে কি মোরে অস্ফুটে স্বরে
.        যে নাম ধরিয়া ডাকিতে আদরে,
কী ধন আমারে দিলে দূর হ’তে
.                নয়ন আড়ালে থাকি।

চাহিলে কি তুলিয়া তোমার
.                স্বপন-বিভোল আঁখি ?
আনন্দে মোর হৃদয় আজিকে
.                গাহিয়া উঠিল গান,
উত্সব গৃহে জন কোলাহলে
.                নাহি যেন মোর স্থান।
.        হেথা হ’তে যেন চলে গেছি দূরে
.        নিভৃত নিলয় হৃদয়ের পুরে,
সেথায় কেবলি তুমি আর আমি,
.                নাহি কোনো ব্যবধান . . .
আনন্দে মোর হৃদয় আজিকে
.                গাহিয়া উঠিছে গান।

.           ***************  
.                                                                                    
সূচিতে . . .     


মিলনসাগর