কবি উমা দেবী (১৩. ০৮. ১৯০৪ ~ ২২. ০২. ১৯৩১) - দার্শনিক ও অধ্যাপক মোহিতচন্দ্র সেনের কন্যা। মা সুশীলা দেবীও সুলেখিকা ও কবি ছিলেন। উমাদেবীর স্বামীর নাম শিশিরকুমার গুপ্ত।
মাত্র ১৪/১৫ বছর বয়সেই তাঁর প্রথম কাব্যগ্রন্থ “ঘুমের আগে” প্রকাশিত হয়। এই কবিতা ছিল শিশুদের মন ভোলানো ছড়া দিয়ে শিশুরাজ্যের সোনার স্বপ্ন-কাহিনীর সুমধুর ছবি। এরপর “বাতায়ন”, “কাজলী” কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
ছোট জীবনে ছোট সুখ দুঃখের কথা, তাহাদের দৈনন্দিন জীবনযাত্রার সরল সহজ চিত্র নিয়ে বাতায়নের কবিতাগুলি।
রবীন্দ্রনাথ বাতায়নের কবিতা সম্বন্ধে লিখেছিলেন - “এই ‘ছায়াছবির’ বিষয়গুলি তোমার বানানো পদার্থ নয়, এগুলি তোমার আপন দেখা বিষয়, তোমার দৃষ্টির ঔত্সুক্য ও প্রকাশের সরল নৈপুণ্য দিয়ে এর প্রত্যেকটিতে বিশিষ্টতা আছে।”
আমরা মিলনসাগরে তাঁর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলেই এই প্রয়াসের সার্থকতা।
এই পাতার প্রথম প্রকাশ - ৩০.১০.২০১১ পরিমার্জিত সংস্করণ - ২০.০৭.২০১৩ ...
উমা দেবী নামের দুজন কবি পাই। প্রথম উমা দেবী (গুপ্ত) জন্মগ্রণ করেন ১৩. ০৮. ১৯০৪ তারিখে। দ্বিতীয় উমা দেবী জন্মগ্রহণ করেন ১৯১৯ সালে। এই পাতা প্রথম উমাদেবীর কবিতার পাতা দ্বিতীয় উমা দেবীর পাতায় যেতে এখানে ক্লিক করুন