জলে থাকে একটা জন্তু     
মাছ নয়, কুমির নয়,        
লম্বা লম্বা দাড়ি রাখে,          
তার যে কতগুলো পা       
দুটো পা যে ছিল তার,              
চিমটি কাটত তা দিয়ে যদি         
তার মাথাটা কচকচিয়ে            
আর একটা সে কিসের ছা          
কিন্তু তার মাকে জানি           
আরেকটা সে কি যে ছিল             

.                                                                ------  বাবা


.                              ******************             
.                                                                                            
সুচিতে...   




মিলনসাগর
কবি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর কবিতা
যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
*
বাবার চিঠি
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

মাগো আমার সুখলতা, টুনি, মণি, খুশি, তাতা,
কাল আমি  খেয়েছি শোন কি ভয়ানক নেমন্তন,

.                        ******************             
.                                                                                            
সুচিতে...   




মিলনসাগর
*

.               ******************             
.                                                                                            
সুচিতে...   




মিলনসাগর
*
মুখে তুলে ভাত দিই বহিয়া |”.  
পা বলিছে, “চড়ে মোর ঘাড়ে
ব্যথা করে দিল মোর হাড়ে ;
পেট যায় নেমন্তন্নে,
আমি হেঁটে মরি তার জন্যে |
আচ্ছা ভাই বল্ দেখি তোরা,
আমি কি রে হই ওর ঘোড়া ?”
শুনে সবাই রেগে বলে ভারি “পেটের সঙ্গে কর সবে আড়ি |
সবাই খবরদার ওর সাথে আর কেউ কর নাকো কারবার
গলা গিলবে না, ঠোঁট খুলবে না, দিবে দাঁত কপাটি,
হুড়কা আঁটি খাটাখাটি হাঁটাহাঁটি যাবে মিটি |”






.                    ******************             
.                                                                                            
সুচিতে...   




মিলনসাগর
*
ঋতু    
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
www.milansagar.com www.milansagar.com
মোরা কালের সাথে বেড়াই ঘুরে মায়ের শিশুর মত,
মোরা আপন কাজে আপন মনে থাকি সদাই রত |
.        গগন মাঝে মেঘের কোলে
কোলে মিলনসাগর
.        অচল শিরে নদীর নীরে ধীরে ধীরে মিলনসাগর
.        বরণ গন্ধ গীত ছন্দ জাগাই অবিরত |
.        মিলনসাগর ওয়েবসাইট থেকে নেওয়া
গ্রীষ্ম  : মোরা নিদাঘ দিনে, ঐ তপনে, রাগিয়ে দেখাই রঙ্গ
.         তার ভীষণ রোষে সাগর শোষে, দহে ধরার অঙ্গ,
.         তপ্ত পবন বহে সঘন, কাঁপেন বসুন্ধরা
দিশাহারা
.         রবির প্রখর করে, হরে জীবন, ঝরে অনল ধারা |
.         মিলনসাগর মিলনসাগর ওয়েবসাইট থেকে নেওয়া
বর্ষা :    মোরা শীতল করি  পৃথিবীরে, নির্মল বরষা নীরে,
.         ঘোর গগনতলে ছল ছল নীল জলদ ঘন ঘোরে |
.         নীরদ গুরু গুরু গম্ভীর গরজে, দুরু দুরু হৃদয়ে,
.         অবিরল বর্ষণ ঝর ঝর প্লাবিত সকল চরাচর |
.         চমকি চমকি চপলা চলে, চঞ্চল কুটিল বিভঙ্গে ;
.         রাজিত ইন্দ্র-শরাসন সুন্দর জলধর অঙ্গে |
.         মিলনসাগর মিলনসাগর মিলনসাগর
শরৎ : মোরা ধরার দেহে ফুটাই কান্তি মুখে সুখের হাসি,
.         নিশার গলে তারার মালা, ভালে বিমল শশী
.         মোহন বেশে, ধরায় আসে গোধূলি রূপসী,
.         অঞ্চলে শেফালি শোভে শিরে কিরণ রাশি |
.        মিলনসাগর মিলনসাগর মিলনসাগর
হেমন্ত : মোরা শরৎ শেষে মলিন বেশে
.          যখন যেথায় আসি,
খেলায় রাশি রাশি মিলনসাগর
.          ভাঙি ধরার সুখের খেলাঘর মিলনসাগর
.          স্বপন মোহের হাসি ; কতই হাসি মিলনসাগর
.          মলিন রবি, মলিন শশী, ম্লান গগন তলে,
.          ঢাকি ধরার বদনখানি কুয়াসা অঞ্চলে |
.          মিলনসাগর মিলনসাগর মিলনসাগর মিলনসাগর
শীত  :  মোরা থামাই মনের মধুর গীতি হরষ কোলাহল ;
.          তরুলতার নয়ন বাহি ঝরে অশ্রুজল |
.          মোদের চরণ ভরে তুষার ঝরে, অবশ দিবাকর,
.          মোদের হাসির সুরে প্রাণ শিহরে কাঁপে চরাচর |
.          মিলনসাগর মিলনসাগর মিলনসাগর মিলনসাগর
বসন্ত  :  মোরা মুছাই ধরার নয়ন-বারি জাগাই নবীন প্রাণে,
.          নূতন সুখে নূতন সুরে নূতন ভজন গানে |
.          সাজায়ে তাহারে দিই কিশলয় ভারে
রতনহারে মিলনসাগর
.          মুকুল দোলে ফুলের চারু হারে, কতই যতন করে !
.          আনন্দ জাগিয়া রহে সুনীল অম্বরে,
যত নভচরে মিলনসাগর
.          সুধা ঝরে চরাচরে প্রেম উথলে অন্তরে |

.                    ******************             
.                                                                                            
সুচিতে...   




মিলনসাগর
*