কবি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ব্রহ্মমঙ্গীত যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
|
ব্রহ্মসঙ্গীত
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
. সিন্দুরা | তেওড়া
. ******************
. সুচিতে...
মিলনসাগর
ব্রহ্মসঙ্গীত
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
. বেহাগ মিশ্র | কাওয়ালি
. ******************
. সুচিতে...
মিলনসাগর
ব্রহ্মসঙ্গীত
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
. মূলতান | কাওয়ালি
. জয় দীন-দয়াময়, নিখিল-ভুবন-পতি,
.মিলনসা জয় প্রেমভরে করি তব নাম |
. এসো আজি ভাই ভগিনী মিলি পরাণ ভরিয়া সবে
. মিলনসাগর তব গুণ গাই অবিরাম |
. ভকতি করিয়া নাথ পূজি তোমারে,
. প্রভু গো তোমারেই চাহে সবার প্রাণ ;
হাত জুড়িয়া মোরা বিনয়ে প্রণতি করি, আশিস’ আশিস’ প্রাণারাম !
হায়, অন্ধ সবে মোরা চক্ষু থামিতে নাথ, ধূলিতে পড়িয়া অসহায় ;
. আর কে বা আছে গো হেন, কাছে থাকিয়া সদা
. ডাকে, “পাপী, আয় আয় আয় !”
রেখো না রেখো না নাথ ফেলিয়া আঁধারে, কোথায় এলেম পথ নাহি হেরি ;
হাত ধরিয়ে সদা সাথ সাথ রেখো, যাব ত’রে তোমারি কৃপায় |
. প্রভু এই জগতে তব থাকি যতদিন মোরা,
. মিলনসাগর তবু শান্তিসুধা করি পান ; আর
. আর ভুলিয়া অপর সব মনের হরষে যেন
. করি সদা তব গুণগান !
. শেষে পৃথিবীর যবে ফুরাইবে খেলা,
.হে দেব তোমারি আদেশে ত্যজিব এ দেহে ;
ডাকিয়া লইও পিতা তোমার সুখের দেশে, চিরশান্তিময় যেই স্থান |
মিলনসাগর ডট্ কম থেকে এই কাতাটি নেওয়া হয়েছে
. ******************
. সুচিতে...
মিলনসাগর
ব্রহ্মসঙ্গীত
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
. বিভাস | একতালা
. ******************
. সুচিতে...
মিলনসাগর
. না বুঝে কভু, দোষী প্রভু হ’লে ও চরণে ;
. ক্ষ’মো দয়া ক’রে, বুঝায়ো স্নেহভরে, মধুর বচনে |
. কি গুণ আছে, তোমার কাছে, পারি যাইবারে ;
. তুমি দয়া ক’রে, নিলে ত’রে ; প্রণমি তোমারে !
সুর : “ সকাতরে ঐ কাঁদিছে সকলে”
. ******************
. সুচিতে...
মিলনসাগর
ব্রহ্মসঙ্গীত
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
. মিশ্র -- কাওয়ালি
. ******************
. সুচিতে...
মিলনসাগর
ব্রহ্মসঙ্গীত
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
. দক্ষিণী সুর ! একতালা