কবি উপেন্দ্রকিশোর রায়চৌধুরী -র পিতৃদত্ত নাম কামদারঞ্জন রায়। তাঁর জন্ম ময়মনসিংহে | শিশু
সাহিত্যিক হিসেবে তাঁর খ্যাতি বাঙালী
মাত্রেই জানেন।

১৮৮৩ সালে "সখা" পত্রিকায় তাঁর প্রথম লেখা প্রচারিত হয়। তাঁর রচিত "ছোটদের রামায়ণ" (১৮৯৬),
"ছোটদের মহাভারত" (১৮৯৭), "টুনটুনির বই" (১৯১০) বাংলা শিশু সাহিত্যের অমূল্য সম্পদ।

তাঁর সৃষ্ট চরিত্র "গুপি গাইন ও বাঘা বাইন", "বোকা জোলা", "ঘ্যাঁঘাসুর" আজ বাঙালীর অন্যতম প্রিয় চরিত্র।
পরবর্তীতে উপেন্দ্রকিশোরের পৌত্র বিশ্ববরেণ্য চলচিত্রকার ও সাহিত্যিক
সত্যজিত রায়, গুপি ও বাঘাকে
ছায়াছবির ভেতর দিয়ে এমন এক মাত্রায় তুলে ধরেছিলেন যে আজ এমন বাঙালী পাওয়া যাবে কি না সন্দেহ
যে গুপি গাইন ও বাঘা বাইনকে চেনেন না! উপেন্দ্রকিশোরের পুত্র
সুকুমার রায়ও বাংলা শিশু সাহিত্যে
অমূল্য অবদান রেখে গেছেন।
সাহিত্যিক লীলা মজুমজারের তিনি ছিলেন আপন কাকা।

উপেন্দ্রকিশোরের আরেকটি স্বরণীয় কীর্তি হল ১৯১৩ সালে "সন্দেশ" পত্রিকা প্রকাশ। বাংলা শিশুসাহিত্যে
সন্দেশ একটি মাইলস্টোন।   

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী সঙ্গীত এবং ছাপাইয়ের "ব্লক্" তৈরিতে বিশেষজ্ঞ ছিলেন। তিনি
চিত্রকর হিসেবেও খ্যাত ছিলেন।    

আমরা
মিলনসাগরে তাঁর কবিতা তুলতে পেরে আনন্দিত ও গর্বিত |



কবি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন

উত্সঃ  ডঃ শিশিরকুমার দাশ, সংসদ বাংলা সাহিত্যসঙ্গী, ২০০৩

আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     

...