কবি শ্রীমতী উপেন্দ্রমোহিনীর কবিতা
*
বিদ্যাই পৃথিবীর সার
শ্রীমতী উপেন্দ্রমোহিনী

বিদ্যার সমান ভাই বন্ধু নাই আর।
অসার সংসারে শুধু বিদ্যাধন সার॥
এই সব টাকা কড়ি চোরে লুটে লয়।
বিদ্যাধন দিবা নিশি হৃদয়েতে রয়॥
অন্যধন বিতরিলে ক্রমে হয় ক্ষয়।
বিদ্যাধন বিতরিলে ক্রমে বৃদ্ধি হয়॥
অতএব ভগ্নীগণ! করি নিবেদন।
কৃপাকরি রাখিবেন অধীনীবচন॥
বিদ্যা সম ধন আর নাহি অবনীতে।
বিদ্যার অপার গুণ কে পারে বর্ণিতে?
অতএব বন্ধুগণ করহ যতন।
যতন করিলে পরে মিলিবে রতন॥
সামান্য ধনের সহ গণ্য এত নয়।
অতএব যত্ন কর যাতে বিদ্যা হয়॥
ইহা হতে হয় ভাই জ্ঞান উপার্জ্জন।
ইহা হতে হয় ভাই ধর্ম্ম পথে মন॥
অন্য ধন ভাই ভাই বিভাগিয়া লয়।
এধন সেধন নয় জানিবে নিশ্চয়॥
একচিত্তে এই ধন লভিতে যে পারে।
তাহার বিপদ নাই জগত সংসারে॥
এধনের সম ধন এ জগতে নাই।
এধন পাইতে চেষ্টা কর সবে ভাই॥
বিদ্যাসম আত্ম কেহ নাহি দেখি আর।
দেশ দেশান্তরে মান অশেষ বিদ্যার॥
বিদ্যার নিকট নাই ইতর ব্রাহ্মণ।
পরিশ্রম করে যেই সে পায় এ ধন॥
এই বেলা চেষ্টা কর যত বামাগণ।
অনুপম সুর পরে করিবে সেবন॥

.        *************************        

.                                                                              
সূচিতে . . .    


মিলনসাগর
*
জানকীর দুঃখ বর্ণন
শ্রীমতী উপেন্দ্রমোহিনী

পুরুষের তুল্য শঠ নাহি ধরাতলে।
কত দুঃখ দেয় তারা রমণীকে ছলে॥
আহা মরি কত দুঃখ পায় নারীচয়।
বর্ণিতে স্ব-জাতি দুঃখ, হৃদি বিদরয়॥
অবগত আছে সবে কৌশল্যা নন্দনে।
বিনা দোষে দিয়াছিল জানকীরে বনে॥
নারীদের উপদেশ দিইবার তরে।
প্রকাশিল সীতা লীলা অবনী ভিতরে॥
আহা কিবা চমত্কার সীতা উপাখ্যান।
হৃদে জ্ঞান উপজিছে শুনে সে বাখান॥
আহা মরি কত দুঃখ পেয়েছে সে সীতা।
দুঃখ জন্য হয়েছিল রামের বণিতা॥
দুঃখ পান তাঁর কোন ছিল না কারণ,
উপলক্ষ হোল মাত্র রাক্ষস বারণ॥
যদি না হরিত সেই দুষ্ট দশানন,
তবে কেন দুঃখ পাবে জানকী রতন॥
মৃগ অন্বেষণে রাম করিল গমন।
পাপ নিশাচর সীতা করিল হরণ॥
তার পর নিয়ে গেল লঙ্কার ভিতর,
মিষ্টভাষে তুষিলেক সীতারে বিস্তর॥
তার বাক্যে ভুলিল না জনক নন্দিনী,
নিয়ত করিত মুখে রাম রাম ধ্বনি॥
তারপর যুদ্ধ হলো রাম রাবণেতে,
দুর্জ্জয় সমর সেই কে পারে বর্ণিতে॥
লঙ্কা জিনি রাম যবে যান নিজদেশ,
সীতা উদ্ধারিতে সবে কহিল বিশেষ॥
অনন্তর অগ্নিকুণ্ডে পরীক্ষা করিল।
পুনরায় বল তারে কেন বনে দিল?
দশমাস গর্ভবতী জানকী যখন,
শ্রীরাম তখন তারে পাঠাইল বন॥
একাকিনী বিরহিণী বন পর্য্যটনে,
বল দেখি কত দুঃখ পেয়েছিল মনে?
তথাপিও রামপদে ছিল তাঁর মতি,
ধন্য পতি-পরায়ণা ধন্য সীতা সতী॥
এ হেন সীতাকে রাম পাঠাইল বন,
বল দেখি রামচন্দ্র নির্দ্দয় কেমন?

.        *************************        

.                                                                              
সূচিতে . . .    


মিলনসাগর