বিদ্যার সমান ভাই বন্ধু নাই আর। অসার সংসারে শুধু বিদ্যাধন সার॥ এই সব টাকা কড়ি চোরে লুটে লয়। বিদ্যাধন দিবা নিশি হৃদয়েতে রয়॥ অন্যধন বিতরিলে ক্রমে হয় ক্ষয়। বিদ্যাধন বিতরিলে ক্রমে বৃদ্ধি হয়॥ অতএব ভগ্নীগণ! করি নিবেদন। কৃপাকরি রাখিবেন অধীনীবচন॥ বিদ্যা সম ধন আর নাহি অবনীতে। বিদ্যার অপার গুণ কে পারে বর্ণিতে? অতএব বন্ধুগণ করহ যতন। যতন করিলে পরে মিলিবে রতন॥ সামান্য ধনের সহ গণ্য এত নয়। অতএব যত্ন কর যাতে বিদ্যা হয়॥ ইহা হতে হয় ভাই জ্ঞান উপার্জ্জন। ইহা হতে হয় ভাই ধর্ম্ম পথে মন॥ অন্য ধন ভাই ভাই বিভাগিয়া লয়। এধন সেধন নয় জানিবে নিশ্চয়॥ একচিত্তে এই ধন লভিতে যে পারে। তাহার বিপদ নাই জগত সংসারে॥ এধনের সম ধন এ জগতে নাই। এধন পাইতে চেষ্টা কর সবে ভাই॥ বিদ্যাসম আত্ম কেহ নাহি দেখি আর। দেশ দেশান্তরে মান অশেষ বিদ্যার॥ বিদ্যার নিকট নাই ইতর ব্রাহ্মণ। পরিশ্রম করে যেই সে পায় এ ধন॥ এই বেলা চেষ্টা কর যত বামাগণ। অনুপম সুর পরে করিবে সেবন॥