কিশোরী
কবি ঊষা মুর্মু

ভর কিশোরী
ভাষাহীন ভাষা বোঝার ক্ষমতা রাখে
কবে কোন কাঁঠাল তলায়
নিশ্চল কিশোর
কত যে চোখে চোখে।
ছায়াঘন বিকেল পেরিয়ে গেছে।

লোভ বাড়ে ডুমুরের মতোই
সন্তান মাকে বলে --- বাবার রক্ষিতা
কিশোরী কাঁদে, কাঁদের রে
বিকেলের কিশোর এখন।

.      ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
কবি ঊষা মুর্মুর কবিতা
*