বস্তির ছাদে বসন্ত রোদ
আর বহু মানুষের হয়ে বেঁচে থাকা,
এসব আমরা ভালবাসি।
মৃত্যু সেখানে গলি মাড়ানো এক লোলুপ কাপুরুষ।
আর তুমি নিজেকে এক অভিসারে সাজিয়ে
তার সঙ্গে চলে গেলে ?
যাওয়ার সময় তোমার উদাসীন এক সৃষ্টি,
তোমার সারা জীবনে যত পার্ট করেছ
সবের চেয়ে জীবন্ত এক শিল্প
জটিলতম চরিত্রে তোমার শেষ অভিনয়
একটি শিশু
এভাবেই কি তুমি জিতে গেলে ?
. *****************
. সূচিতে . . .
মিলনসাগর
এক মহিলা শিল্পীর মৃত্যুতে
উত্পল দত্ত
পার্থ ঘোষ, অনীশ ঘোষ সম্পাদিত “বড়োদের আবৃত্তির কবিতা সমগ্র” থেকে নেওয়া