পুরানো বটের নিচে চেয়ে আছে শিবের মন্দির।

.          ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
কবি উত্থানপদ বিজলীর কবিতা
*
ঘুম জড়ানো
চোখেই দেখি
.        হাসছে শহর ঢাকা।

.       ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*

.   ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*

.        ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*
এসো ঝিলে সাঁতার কাটি, কী আনন্দ তাইরে-না-না!

.                   ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*
এই পোড়া দেশে
এই হাত-পা বাঁধা স্বাধীনতা ছিঁড়ে
আমি কি নিরুদ্দেশ হব!

.        ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*
টেকার উপায় নেই।
ওদিক দেখ চিমনি থেকে
মিলের কালো ধোঁয়া
গলগলিয়ে উঠছে কেবল
যতেক আকাশ ছোঁয়া।
ওই বাতাসে শ্বাস নিতে ভাই
কষ্ট যত বুড়োর
এই তো সেদিন পড়লো মারা
টুনটুনিদের খুড়ো।

.        ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*
রাম শ্যাম যদু . . .
স্বামী-স্ত্রীর মাঝে
অন্য পুরুষ কিংবা নারী . . .
চালে মেশিনে ছাঁটা কাঁকর . . .
ওষুধে প্রাণগাতী নকল . . .
পুলিশে অ-শৃঙ্খলার কবচ . . .

ঢাকের শব্দে ভেঙে যাচ্ছে পাড়
ঢাকের শব্দে জেগে উঠছে চর
ঢাকের শব্দে পাখি যাচ্ছে উড়ে
ঢাকের শব্দে উত্সবের স্বর।

.        ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*
ধোঁয়ার বিষে দিচ্ছ ভ’রে ? আর কখনো চাঁদ হাসে ?  

ইষ্টিকুটুম মিষ্টিকুটুম এই তো সবাই বেশ আছি
থাকনা সুখে পোকামাকড় থাকনা মশা আর মাছি
বাঘের মনে বাঘ থাকুক না, হাঙর তিমি সাগরে
বিবেচকের বিবেক নিয়েই সবাই এবার জাগো রে।
ইষ্টিকুটুম মিষ্টিকুটুম ভালবাসায় কে নিঃস্ব।
বাঁচবে তুমি বাঁচব আমি বাঁচবে সাধের এ বিশ্ব।

.                ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*

.       ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*
অনুভবে অন্তরাল-নদী
কবি উত্থানপদ বিজলী

সমুদ্র আমার জানি ছিল না কখনো :
ট্রেন চলেছে
কবি উত্থানপদ বিজলী

এখন ছুটি
আয় বাড়ি আয়,
দুই ভাই
কবি উত্থানপদ বিজলী

টুং টাং দুই ভাই
একটি দুটি পাঁচটি ছেলে
কবি উত্থানপদ বিজলী
       
এসো না ভাই ?
কবি উত্থানপদ বিজলী

এখন ছুটি লিখছি চিঠি এসো না ভাই আমার বাড়ি,
জনৈকের জবানবন্দী
কবি উত্থানপদ বিজলী

রাত ঘনিয়ে আসার আগে পেঁচা ডেকে ওঠে
দিনে চলতি পথেও আতঙ্ক।
কেউ যাব না
কবি উত্থানপদ বিজলী

কিচির মিচির ছাতার পাখি
ব’সে গাছের ডালে,
বলছে তারা কেউ যাব না
দখিন মাঠ ও খালে।
বিষ দিয়েছে ধানের খেতে
ঢাকের শব্দের ভেতরে
কবি উত্থানপদ বিজলী

ঢাক বাজছে চারদিকে
হাটে মাঠে ঘাটে রাস্তার তে-মাথায়
গ্রামে গঞ্জে নগরে শহরে
ইষ্টিকুটুম
কবি উত্থানপদ বিজলী

ইষ্টিকুটুম মিষ্টিকুটুম তোমার ঘরের চারপাশে
পশু পাখি গাছপালা আর হরেক রকম ফুল হাসে
বাঘের গলায় হাড় ফুটেছে
কবি উত্থানপদ বিজলী

বাঘের গলায় হাড় ফুটেছে
.        বড়ো বিপদ তার
বের করে কেউ পারলে দিতে
.        মিলবে উপহার।