কবি উত্থানপদ বিজলীর কবিতা
|
এখন দেখছি সমস্তটাই ভুল
ছেড়ে দিলাম বিচ্ছু কোথাকার,
এবার যদি ত্রি-সীমানায় ঘেঁষো
বুঝলে বাপু, মটকে দেব ঘাড়।”
. ******************
. সূচিতে . . .
মিলনসাগর
গাঁ খুঁজলে
কবি উত্থানপদ বিজলী
গাঁ খুঁজলে
পাখি পাবে
ঘরের পাশে গাছ . . .
মাঠও পাবে ঘাটও পাবে
একুশ মানে
কবি উত্থানপদ বিজলী
একুশ মানে দারুণ শপথ
রাখতে ভাষার মান
বাস্তবিকই
কবি উত্থানপদ বিজলী
খাল কেটে কেউ কুমীর আনে কি
নিজের ঘরের কাছে ?
সর্ব সময় ভয় থেকে যায়
এমন করে কে বাঁচে ?
নাক কেটে কেউ পরের যাত্রা
ভেঙে দিতে কভু যায় ?
যাত্রা-ভঙ্গ হলে কি বা লাভ
কু-ঝিক্-ঝিক্
কবি উত্থানপদ বিজলী
কু-ঝিক্-ঝিক্ রেল চলেছে
পার হচ্ছে মাঠ
মাঠ পালালে ওই দেখা যায়
কাদের পুকুরঘাট।
বাসন মাজে মাসি পিসি
ওই ছেলেটা কার ?
কলমিলতা দামের ভেতর
ফুল ফোটে আকছার।
গাছগাছালি ছায়ার ভেতর
সন্ধেবেলায়
কবি উত্থানপদ বিজলী
সন্ধেবেলায় ভুতের সঙ্গে দেখা
ভাবিনি আজ এমনভাবে হবে,
এখনও হয়নি শেষ
কবি উত্থানপদ বিজলী