কবি অলিপ্রিয়া সাঁবুই - জন্মগ্রহণ করেন কলকাতায়। পিতা জগন্নাথ সাঁবুই এবং মাতা অপর্ণা দেবী।
কবিদের বাসস্থান হুগলী জেলায়।

কবি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যায় স্নাতকোত্তর। তৃতীয় শ্রেণীতে পড়ার সময় থেকে মায়ের  
অনুপ্রেরণায় কবিতা লেখা শুরু করেন।

তিনি একজন কত্থক নৃত্য বিশারদ, অঙ্কন বিভাকর এবং সংবাদ পাঠিকা ও সঞ্চালক।

তাঁর প্রাপ্ত সম্মাননার মধ্যে রয়েছে আন্তর্জাতিক যুব দিবস, ২০২০ উপলক্ষ্যে জেলাস্তরে আয়োজিত বক্তৃতা
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার এবং রাজ্যস্তরে অংশগ্রহণ। প্রজাতন্ত্র দিবস, ২০১৯ উপলক্ষ্যে জেলাস্তরে
আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ। প্রথম আন্তর্জাতিক অশ্বক্ষুরাকৃতি কাঁকড়া সংরক্ষণ ও
সচেতনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত পোস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ। তিনি ২০০৩ সালে জেলা
নৃত্য প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন।

আমরা  
মিলনসাগরে  কবি অলিপ্রিয়া সাঁবুই-এর কবিতা তুলে আনন্দিত।



কবির সঙ্গে যোগাযোগ -


উত্স -   
  • বির সঙ্গে মেলে যোগাযোগ ও আদান-প্রদান


কবি অলিপ্রিয়া সাঁবুই-এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন



আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ৯..২০২২                                                            ^^ উপরে ফেরত   





...