আনমনা কবি নরেন্দ্রনাথ মিত্র ১৯৩৮-৪০ সালে কবি নরেন্দ্রনাথ মিত্র, কবি নারায়ণ গঙ্গোপাধ্যায় ও কবি বিষ্ণুপদ ভট্টাচার্য্যের মিলিত প্রচেষ্টা “জোনাকি” কাব্যগ্রন্থের কবিতা।
মাধবী লতিকা ঝুলিয়া পড়েছে আমলকি ডাল হোতে খসে মাঝে মাঝে এক একটি ফুল কুমারের@ ক্ষীণ স্রোতে মৃদু ঢেউয়ে ঢেউয়ে কোথা ভেসে যায় অজানা দেশের দিকে আনমনে তুমি কি দেখিছ হেথা চাহিয়া নির্নিমিখে।
এখানে ওখানে এলোমেলো ঘন সবুজ সুপারি সারি কুমারের বুকে দুলিছে বাতাসে কাঁপিতেছে ছায়া তারি আঁধার নামিয়া আসে ধীরে ধীরে ওপারের বেণু-বনে চাহিয়া চাহিয়া এ সবের দিকে বলো কি ভাবিছ মনে।
ভাষা কবি নরেন্দ্রনাথ মিত্র ১৯৩৮-৪০ সালে কবি নরেন্দ্রনাথ মিত্র, কবি নারায়ণ গঙ্গোপাধ্যায় ও কবি বিষ্ণুপদ ভট্টাচার্য্যের মিলিত প্রচেষ্টা “জোনাকি” কাব্যগ্রন্থের কবিতা।
হে আমার ভাষা অসম্পূর্ণ এখনো প্রত্যাশা তৃপ্তিহীন রহিল এখনো কেনো কেনো তুমি হোতে নাহি পারো আরো তীক্ষ্ণ, আরো দীপ্ত, তীব্রতর আরো, তোমার শাপিত দীপ্তি বিদ্যুতের মতো কেনো চক্ষু করে না আহত?