কবি তপন গাঙ্গুলী - জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের, অধুনা পশ্চিম মেদিনীপুর জেলার, সবং ব্লকের প্রান্তিক গ্রাম খরিকার এক উদার মনস্ক পরিবারে। পিতা বিধুশেখর গাঙ্গুলী ছিলেন মহাত্মা গান্ধীর অনুরাগী, কংগ্রেস কর্মী এবং স্বাধীনতা সংগ্রামী। মাতা মাধবী দেবী আজও ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার প্রথম পঞ্চায়েতে ১৯৭৮ থেকে ১৯৮২ পর্যন্ত তিনি ভারতের কমিউনিস্ট পার্টির থেকে গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন।
কবির স্কুলের পড়া শুরু হয় নারায়নবাড় হাইস্কুল, সবঙ, পশ্চিম মেদিনীপুর থেকে। ১৯৭৩ সালে হায়র সেকেন্ডারী পাশ করেন। খড়্গপুর কলেজে তাঁর পরবর্তী শিক্ষালাভ।
কবির বাড়ি কংগ্রেস অনুরাগী হলেও মেদিনীপুরের প্রবাদপ্রতিম কমিউনিস্ট নেতা দেবেন দাস, সরোজ রায় ভূপাল পাণ্ডা, রবি মিত্র, কামাক্ষা ঘোষ, কামাক্ষা নন্দন, গীতা মুখার্জীদের ছিল তাঁদের বাড়িতে আসা যাওয়া। এঁদের কথা ও কাজে মুগ্ধ হয়ে তিনি মার্কসবাদী মতাদর্শে আকৃষ্ট হন। ১৯৭৩ সালে, হায়ার সেকেন্ডারী পাশের পর খড়্গপুর কলেজে পড়ার সময় থেকেই তিনি সিপিআই (কমিউনিস্ট পার্টি অফ ইণ্ডিয়া) রাজনৈতিক দলের সদস্যপদ গ্রহন করেন। কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ ক’রে ছাত্র জীবন শেষে কৃষক খেতমজুর ছাত্র যুব আদিবাসী সংগঠনের একজন সর্বক্ষণের কর্মী হিসেবে কাজ শুরু করেন। ১৯৬৭ – ১৯৬৯ সালে ১২/১৪ বছর বয়স থেকেই কবির বামপন্থী রাজনৈতিক দলের পক্ষে প্রচারে অংশগ্রহণ করা শুরু হয়। এখন তিনি সিপিআই দলের রাজ্য স্তরের নেতা। বর্তমানে পার্টির জাতীয় পরিষদের সদস্য কবি তপন গাঙ্গুলী।
কবিকে, কংসাবতী আর কেলেঘাই নদী, সবুজ ক্ষেত, পাখির গান আর গ্রামের সরল মানুষ শৈশব থেকেই মুগ্ধ করেছে। তেমনি বর্ষায় নদীর ভয়কর রূপ, দরিদ্র মানুষের কষ্ট তাকে বেদনা দিয়েছে। অন্যায়ের প্রতিবাদ আর মনুষ্যত্বের প্রতি ভালোবাসা কবির হৃদয়ে কবিতার জন্ম দেয়। শত কাজের মধ্যেও তাঁর স্বপ্ন ভাবনা এবং আকাঙ্ক্ষা কবিতার রূপ ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়ে এসেছে।
কবির প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “দ্রোহকালের কন্ঠ”, “মহাকালের পদাবলী” প্রভৃতি। “শীত গ্রীস্মে” কাব্যগ্রন্থটি আগামী আন্তর্জাতিক মে দিবসে (২০২৩) প্রকাশের মুখে। কবি ও প্রাবন্ধিক তপন গাঙ্গুলীর বহু কবিতা এবং রাজনৈতিক প্রবন্ধ নিয়মিতভাবে "দৈনিক কালান্তর", "দৈনিক স্টেটসম্যান", "শ্রমজীবী ভাষা", "কবিতা সীমান্ত", "তির্যক", "প্রলেস্বর", "তম্বুরা", "নয়া দুনিয়া", "সরস্বতী"-তে প্রকাশিত হয়ে আসছে।
মিলনসাগরে আমরা কবি তপন গাঙ্গুলীর কবিতা প্রকাশ করে আনন্দিত এবং আগামী প্রজন্মের কাছে তাঁর কবিতা পৌঁছে দিতে পারলে এই প্রয়াসের সার্থকতা।
কবি তপন গাঙ্গুলীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির সঙ্গে যোগাযোগ - -
ফেসবুক - https://www.facebook.com/tapan.ganguli.35
আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩০৬৮১০১৭
এই পাতার প্রথম প্রকাশ - ২২.৩.২০২৩
৪টে নতুন কবিতা নিয়ে এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ২৮.৫.২০২৩
৭টি নতুন কবিতা নিয়ে এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ২.৬.২০২৩
৬টি নতুন কবিতা নিয়ে এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ৮.৬.২০২৩
কবির সঙ্গে যোগাযোগ - -
ফেসবুক - https://www.facebook.com/tapan.ganguli.35
আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩০৬৮১০১৭
এই পাতার প্রথম প্রকাশ - ২২.৩.২০২৩
৪টে নতুন কবিতা নিয়ে এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ২৮.৫.২০২৩
৭টি নতুন কবিতা নিয়ে এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ২.৬.২০২৩
৬টি নতুন কবিতা নিয়ে এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ৮.৬.২০২৩