কবি অমল বিশ্বাস - জন্মগ্রহণ করেন বাংলাদেশের যশোর জেলার, নলডাঙ্গা রোডের বেজপাড়ায়। পিতা হরিদাস বিশ্বাস এবং মাতা নিশা রানী দেবী। ১৯৮৮ সালে কবি বিবাহ বন্ধনে আবদ্ধ হন মানবী বিশ্বাসের সাথে। তাঁদের এক কন্যা অমৃতা বিশ্বাস, পেশায় একজন ডাক্তার।

কবি যশোর সম্মিলনী ইনস্টিটিউশন থেকে ১৯৭৬ সালে প্রথম বিভাগে মাধ্যমিক, যশোর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় থেকে ১৯৭৮ সালে প্রথম বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করেন। তারপর ১৯৭৯ সালে বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং রাজনৈতিক কারণে দুই বছর পর বিশ্ববিদ্যালয় ত্যাগ করে চট্টগ্রাম প্রকৌশল মহাবিদ্যালয়ে ভর্তি হন। সেখানে একটি কবিতায় 'যবন' শব্দ উল্লেখ করায় একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কোপানলে পড়েন এবং তৎকালীন শিক্ষামন্ত্রী শাহ্ আজিজুর রহমানের লিখিত নির্দেশে উক্ত প্রতিষ্ঠান ত্যাগ করতে বাধ্য হন। পরবর্তীতে নিরুপায় হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং গণিতে অনার্স-মাস্টার্স শেষ করেন। ১৯৮৭ খ্রিস্টাব্দে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন এবং ২০১৮ সালে অবসর গ্রহন করেন।

স্কুলজীবন থেকে কবি একজন বাস্কেটবল খেলোয়াড়। যশোর জেলাদলের হয়ে তাঁর নেতৃত্বে তাঁর দল ১৯৭৫ সালে বাংলাদেশে রানার্সআপ হয়।

এখানে উল্লেখ্য কবির পিতা খবরের কাগজে ছাপানো ছড়া পড়ে কবিকে লেখালেখির জন্য সুন্দর একটি ডায়েরি উপহার দেন, যা তিনি আজও পরম যত্নে রেখে দিয়েছেন আশীর্বাদ হিসাবে।

কবি অমল বিশ্বাস কৃষিবিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল মহাবিদ্যালয়ে নির্বাচিত ছাত্রসংসদের সাহিত্যবিষয়ক সম্পাদক ছিলেন।

কবির প্রথম লেখা, ১৯৭২ খ্রিষ্টাব্দে, কবির মাত্র ১২ বছর বয়সে, ছড়ার মাধ্যমে, প্রকাশিত হয় যশোর থেকে প্রকাশিত পত্রিকা “দৈনিক ঠিকানায়”। ছড়ার কয়েকটি লাইন --- "খানসেনারা খাইছে লুটে আমার সারা দেশ, স্বাধীনতা রক্ষা করা এখন যে উদ্দেশ।"

তাঁর লেখা বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে।

কবির প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “ইত্যাদি”, “শঙ্খজোড়” প্রভৃতি। তাঁর প্রকাশিত যৌথকাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “মেঘের রঙ শীত”, “ঝরা ফুল” প্রভৃতি।

কবির প্রাপ্ত সম্মাননার মধ্যে রয়েছে ১৯৮১ সালে, সেই সময়ের শ্রেষ্ঠ পত্রিকা 'সাপ্তাহিক বিচিত্রা'-য় বঙ্গবন্ধুর উপর একটি গল্প লিখে ডাকযোগে ৪০ টাকা সম্মানী প্রাপ্তি। এছাড়া রয়েছে “শ্রবণী সাহিত্য পুরস্কার”, যশোর ১৯৭৮, “তালপাতা সাহিত্য পুরস্কার” ২০১৫, বরিশাল, “কাব্যশ্রেয়া সম্মাননা” ২০১৭, কুমিল্লা, “কবিকৃতি পুরস্কার” ২০১৮, যুগ সাগ্নিক, কলকাতা, “সাহিত্য পদক” বঙ্গবন্ধু সাহিত্য পর্ষদ ২০১৯, ঢাকা।

মিলনসাগরে কবি অমল বিশ্বাসের কবিতার পাতা তৈরী করে আমরা আনন্দিত।


কবি অমল বিশ্বাসের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


কবির সঙ্গে যোগাযোগ -
চলভাষ : +৮৮০১৭১৫৩৮৪৮৬৮
ইমেল -  
biswas.384868@gmail.com
ঠিকানা : অমল বিশ্বাস, ১৯৫/ নলডাাঙা রোড, বেজপাড়া, যশোর, বাংলাদেশ।  
         





আমাদের ই-মেল
: srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ
: +৯১ ৯৮৩০৬৮১০১৭       



এই পাতার প্রথম প্রকাশ - ২৫.১০.২০২৩।

^^ উপরে ফেরত