কবি আবদুস শুকুর খান – মহিষাদল রাজ কলেজের ছাত্র। পরে হাওড়ার দীনবন্ধু কলেজ থেকে বি.
এস.সি. এবং স্পেশাল বি.এ. পাস করেন।
ছাত্র পড়ানো দিয়েই কর্ম জীবন শুরু করেন এবং পরে স্কুলে শিক্ষকতার চাকরি পান। বর্তমানে বেসরকারী
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কর্মী।
স্কুল জীবন থেকেই লেখালেখি শুরু করেন। তিনি অজস্র লিটল ম্যাগাজিন ও নামীদামী পত্র-পত্রিকার নিয়মিত
লেখক। তিনি বাংলাদেশের পত্র-পত্রিকাতেও লিখে থাকেন।
তাঁর উপন্যাসের মধ্যে রয়েছে “অচেনা সম্পর্ক”, “শিকড়ের ঘ্রাণ” প্রভৃতি। কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে
“নৈঃশব্দ্যের স্বর”, “সম্পর্কহীনতায় দাঁড়িয়ে”, “কবির ঘরে কেউ আসে না”, "প্রেম পদাবলী" (২০১১) প্রভৃতি।
আমরা মিলনসাগরে কবি আবদুস শুকুর খান-এর কবিতা তুলে আনন্দিত।
উত্স --- কবি আবদুস শুকুর খানের কাব্যগ্রন্থ “প্রেম পদাবলী”, প্রকাশক পত্রলেখা, ২০১১।
কবি আবদুস শুকুর খান-এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২৯.০৪.২০১৫
...