অন্ধকার খাটালে ডাঁশের কামড় খেতে খেতে মোষ কান ঝাপ্ টায়, লেজ নাড়ে আর ক্ষুর ঠোকে আর ভাবে খাটাল-জীবনে কোন পরিবর্তন নেই--- বাপ-ঠাকুর্দা-খুড়োরা যেভাবে কাটিয়ে গেছে একইভাবে কাটছে তারও হাড়ভাঙা খাটুনির জীবন | ঘাড়ের উপর দগ্ দগে ঘা নিয়ে টেনে চলেছে দু চাকার গাড়ি, থেকে থেকেই গাড়োয়ান খিস্তি করে, চাবুক চালায় আর গুষ্টি উদ্ধার করে | জোতে থাকার সময় দুটি মোষ ইচ্ছে থাকলেও কথা বলার সুযোগ পায় না, বাঁধন আলগা হলে মুখোমুখি হয় তারা, দুজনের চোখেই ফুটে ওঠে অসহায়তা, জীবনের প্রতি বিবিক্ত বেদনায় চোখের কোণ থেকে গড়িয়ে পড়ে চটচটে আঠাল অশ্রু |
বৃষ্টি, মনে পড়ে সেই সন্ধ্যাগুলিকে –-- তন্বী, মনোলোভা, সুন্দরী সন্ধ্যা | হ্যারিকেনের পল্ তে উস্ কে এক কিশোর প্রাণপণ মুখস্ত করত পানিপথ | জীবনের বিভিন্ন পথ ঘুরে ঘুরে আজ সে সামান্য কেরাণী | জয়ের গৌরব নেই | পরাজয়ের গ্লানি নেই | শুধু স্রোতে ভেসে থাকা |
ভোরের স্কুল, নিশানের মত কলাপাতার রি রি ---, কুয়াশার আড়ালে আধফোটা নৌকো---- সব ছবির মত দৃশ্যমান | বৃষ্টি, কী অনুপম আবেশে ভ’রে দিতো গ্রীষ্মের প্রথম সন্ধ্যাগুলি | আমার মন ছুটত পানিপথ থেকে খেয়াঘাটের দিকে | হারিয়ে যেতে ইচ্ছে করত, কেবলই হারিয়ে যেতে নিরুদ্দেশে | বৃষ্টি, এস আজ এই স্মৃতিদীর্ণ সন্ধ্যায় | খোলা জানালার পাশে সেই পড়ুয়া কিশোরকে একবার দেখি | ভাটির নৌকোর ছইয়ের মুখে আরবার দূরতর নক্ষত্রের মত দুলে উঠুক সবুজ লন্ঠন |
অর্ধেক আকাশ তুমি কবি অজিত বাইরী কলকাতা বইমেলা ২০১৫ তে প্রকাশিত “অর্ধেক আকাশ তুমি” কাব্যগ্রন্থের কবিতা।
এত যে তোমায় ডাকি, তুমি দাও না সাড়া ; তুমি কি নিচ্ছিদ্র দেয়াল ? মোহিনী আড়াল ? আমার প্রহর পুড়ে যায় অপেক্ষায় অপেক্ষায় ; তুমি অর্বাচীন বৃক্ষের মত পাতার চোখ বুজে দাঁড়িয়ে থাক |
প্রলয়ের বার্তা আনে যে বাতাস, আমি তার চিত্কার, আছড়ে পড়ি তোমার দেয়ালে | যতবার তুচ্ছ কর আবেদন, ততবার ফিরে আসি ঝড় হয়ে ; এক ফুঁয়ে নিভিয়ে দিতে পারি সব তারা --- যা তুমি বেঁধেছ আঁচলে | অর্ধেক নয়, আমি চাই এক আকাশ সম্পূর্ণ তোমাকে |
বুদ্ধপূর্ণিমা কবি অজিত বাইরী কলকাতা বইমেলা ২০১৫ তে প্রকাশিত “অর্ধেক আকাশ তুমি” কাব্যগ্রন্থের কবিতা।
আজ বুদ্ধপূর্ণিমা ; আকাশের পেয়ালা থেকে উপচে পড়ছে জ্যোত্স্না | পৃথিবীর মুখ যেন করুণাঘন বুদ্ধের মুখের মত শান্ত, নির্ভাণ |
আজ কোথাও হিংসা বসবে না ওৎ পেতে | সমস্ত আততায়ী নদীজলে ধুয়ে ফেলবে রক্তমাখা হাত | পৃথিবীর গাছেরা স্নাত হবে পরিশুদ্ধ জ্যোত্স্নালোকে ; আজ সারারাত ব্যাপী রচিত হবে চর্যাপদ |
আজ পরমান্নের বাটি হাতে বোধিসত্ত্বের পাশে এসে দাঁড়াবেন সুজাতা |