কবি ও গীতিকার অজয় ভট্টাচার্যর কবিতা ও গান
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।  www.milansagar.com

আজি আমারি কথা       
আজো নয়, প্রিয় আজো নয়        
আবার যে রে রঙ ফিরেছে ধূলার ধরণীতে      
আমি ছিনু একা বাসর জাগায়ে      
আলোক-আঁধার যেথা করে খেলা       
আলো-ছায়া-দোলা উতলা ফাগুনে বনবীণা বাজে       
এই পেয়েছি অনল জ্বালা     
একটি পয়সা দাও গো বাবু       
এ গান তোমার শেষ করে দাও নূতন সুরে বাঁধো বীণাখানি      
ওগো ঝন্ ঝন্ ঝন্ ঝন্ মঞ্জীর বাজে      
ওগো বাদল রাতি যদি ঘুমায়ে পড়ি      
ওরে সুজন নাইয়া    
গোধূলির ছায়াপথে     
চৈত্রদিনের ঝরাপাতার পথে      
ছিল চাঁদ মেঘের পারে      
জাগার সাথী গো মম জাগিও আমার সাথে     
জাগো আলোক-লগনে      
জীবনে যারে তুমি দাওনি মালা, মরণে কেন তারে দিতে এলে ফুল      
ঝর ঝর ধারা বিরহ-বরিষা     
তুমি তো বঁধু জানো     
তুমি যে আঁধার তাই বড় ভালোবাসি      
তুমি যে গিয়াছ বকুল-বিছানো পথে     
ত্রিংশ কোটির অন্তরনিধি, জয় হোক তব জয়      
দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কি রে    
পাখি আজ কোন্ কথা কয় শুনিস কি রে     
প্রেম নহে মোর মৃদু ফুলহার, দিল সে দহন জ্বালা      
প্রেমের পূজায় এই তো লভিলি ফল       
ফুলেরি দিন হল যে অবসান       
ফোটে ফুল মনের মাঝে সে কেন যায় রে ঝরে      
বন্দর ছাড়ো যাত্রীরা সবে জোয়ার এসেছে আজ     
বরষার মেঘ নামে      
বাঁধিনু মিছে ঘর ভুলের বালুচরে     
বিদায়ের শেষ বাণী     
বুঝি কথাটি মম    
ভুলে চল পথের ব্যথা      
মঞ্জুরাতে আজি তন্দ্রা কেন হে প্রিয়      
মম মন্দিরে এলে কে তুমি ?   
মেঘ-তরী বেয়ে কে গো চলে যায়     
যদি দখিনা পবন     
যদি মনে পড়ে সেদিনের কথা       
যবে, কন্টক-পথে হবে রক্তিম পদতল      
শেষ হলো তোর অভিযান       
শেষের গানটি ছিল তোমার লাগি      
স্বপন দেখি প্রবাল দ্বীপে     
স্বপন না ভাঙে যদি শিয়রে জাগিয়া রব      



মিলনসাগর

১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
২১।
২২।
২৩।
২৪।
২৫।
২৬।
২৭।
২৮।
২৯।
৩০।
৩১।
৩২।
৩৩।
৩৪।
৩৫।
৩৬।
৩৭।
৩৮।
৩৯।
৪০।
৪১।
৪২।
৪৩।
৪৪।
৪৫।