বুঝি কথাটি মম রচনা – অজয় ভট্টাচার্য সুর ও শিল্পী --- রবীন্দ্রমোহন বসু, ১৯৩৭
বুঝি কথাটি মম . জানে রাতের তারা | আজি আমার গানে . সে যে দিল সাড়া | কোন্ সুরের বাঁশি তার আলোকরাশি আজি মিলন সুখে . হলো আপন হারা | আমি ভুলিয়া গেনু হেথা বাণী মম সে যে ভুলিল নভে যেন উদাসী সম কি বা স্বপন পথে . কোনও অজানা স্রোতে দোঁহে ভাসিয়া চলি . মোরা পাগল-পারা |
চৈত্রদিনের ঝরাপাতার পথে কথা- অজয় ভট্টাচার্য সুর ও শিল্পী- পঙ্কজ কুমার মল্লিক ছবি - ডাক্তার
চৈত্রদিনের ঝরাপাতার পথে দিনগুলি মোর কোথায় গেল বেলা শেষের শেষ আলোকের রথে || নিয়ে গেল কতই আলো কতই ছায়া, নিল কানে-কানে-ডাকা নামের মনে-মনে-রাখা মায়া, নিয়ে গেল বসন্ত সে আমার ভাঙা কুঞ্জশাখা হতে || দূরে দূরে কোথায় আমার স্বপনখানি কয়ে বেড়ায়, এই তো আমি, প্রাণে প্রাণে চিরদিনের জানাজানি | কোথায় আমার নয়ন আলো কোন্ প্রদীপের আলোর সনে কেমন করে সে মিলালো | আবার সে কোন্ সুদূর বিপুল নভে অস্তপারের দিনগুলি মোর নূতন উষার আলো হয়ে রবে---- আমায় ওরা চিনবে না গো, চিনবে না আর আমি কোনো মতে ||