কবি ও গীতিকার অজয় ভট্টাচার্যর কবিতা ও গান
*
মঞ্জুরাতে আজি তন্দ্রা কেন হে প্রিয়
রচনা – অজয় ভট্টাচার্য
সুর  --- শচীন দেববর্মন
শিল্পী –  হরিপদ রায়, ১৯৩৫

মঞ্জুরাতে আজি তন্দ্রা কেন হে প্রিয় ?
ক্লান্ত প্রাণে মম স্নিগ্ধ সুরভি দিও |
মুগ্ধ শশী রহি গগন-তলে
জ্যোছনা-প্রীতি ঢালে সরসী জলে
হিয়ার সুধা মম পরাণ ভরিয়া পিও |
উঠিবে ডাকি যবে ভোরের পাখি
তুমি তো যাবে চলি বেদনা রাখি,
পথের সাথী করি আমার মালাটি নিও |

.        *************************                
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর   
*
বুঝি কথাটি মম
রচনা – অজয় ভট্টাচার্য
সুর  ও শিল্পী --- রবীন্দ্রমোহন বসু, ১৯৩৭

বুঝি কথাটি মম
.          জানে রাতের তারা |
আজি আমার গানে
.          সে যে দিল সাড়া |
কোন্ সুরের বাঁশি
তার আলোকরাশি
আজি মিলন সুখে
.          হলো আপন হারা |
আমি ভুলিয়া গেনু
হেথা বাণী মম
সে যে ভুলিল নভে
যেন উদাসী সম
কি বা স্বপন পথে
.     কোনও অজানা স্রোতে
দোঁহে ভাসিয়া চলি
.    মোরা পাগল-পারা |

.    *************************                
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর   
*
তুমি যে গিয়াছ বকুল-বিছানো পথে
কথা- অজয় ভট্টাচার্য
সুর ও শিল্পী -শচীন দেববর্মণ

তুমি যে গিয়াছ বকুল-বিছানো পথে,
নিয়ে গেছ হায় একটি কুসুম আমার কবরী হতে ||
নিয়ে গেছ হিয়া কী নামে ডাকিয়া নয়নে নয়ন দিয়া,
আমি যেন হায় ফেলে-যাওয়া মালা
কূলহারা নদীস্রোতে ||
খেলাঘরে কবে ধূলির খেলায় দু’টি হিয়া ছিল বাঁধা  |
আমার বীণাটি তোমার বাঁশিটি একসুরে ছিল সাধা |
সে খেলা ফুরালো, সে সুর মিলালো, নিভিল কনক আলো ;
দিয়ে গেছ মোরে শত পরাজয় ফিরে এসো জয়রথে ||

.           *************************  

.                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
চৈত্রদিনের ঝরাপাতার পথে
কথা- অজয় ভট্টাচার্য
সুর ও শিল্পী- পঙ্কজ কুমার মল্লিক
ছবি - ডাক্তার

চৈত্রদিনের ঝরাপাতার পথে
দিনগুলি মোর কোথায় গেল বেলা শেষের শেষ আলোকের রথে ||
নিয়ে গেল কতই আলো কতই ছায়া,
নিল কানে-কানে-ডাকা নামের মনে-মনে-রাখা মায়া,
নিয়ে গেল বসন্ত সে আমার ভাঙা কুঞ্জশাখা হতে ||
দূরে দূরে কোথায় আমার স্বপনখানি
কয়ে বেড়ায়, এই তো আমি, প্রাণে প্রাণে চিরদিনের জানাজানি |
কোথায় আমার নয়ন আলো
কোন্ প্রদীপের আলোর সনে কেমন করে সে মিলালো |
আবার সে কোন্ সুদূর বিপুল নভে
অস্তপারের দিনগুলি মোর নূতন উষার আলো হয়ে রবে----
আমায় ওরা চিনবে না গো, চিনবে না আর আমি কোনো মতে ||

.           *************************  

.                                                                           
সূচিতে . . .      


মিলনসাগর
*
জীবনে যারে তুমি দাওনি মালা, মরণে কেন তারে দিতে এলে ফুল
কথা- অজয় ভট্টাচার্য
সুর-  হিমাংশু দত্ত
শিল্পী -অনুপ ঘোষাল

জীবনে যারে তুমি দাওনি মালা, মরণে কেন তারে দিতে এলে ফুল
মুখপানে যার কভু চাওনি ফিরে, কেন তারি লাগি আঁখি অশ্রু সজল
মরণে কেন তারে------
চিরদিন যারে তুমি দিয়েছো হেলা, হৃদয় লয়ে শুধু খেলেছো খেলা
বিরহে তারি আজি বলো গো কেন, শূন্য লাগে এই ধরণী বিপুল, মরণে-----
আমি তো ছিলাম প্রিয় তোমারই কাছে, সেই বকুল তলে সেই চাঁদিনী রাতে
সেদিন কেন দিলে না তো হায় যে মালাখানি ছিল তোমারই হাতে
মোর যত প্রেম, মোর যত গান, চাইনি তো কভু কোনো প্রতিদান
আমি চিরতরে হায় যবে নিলাম বিদায় আমি
তুমি বুঝিলে কিগো তব হৃদয়ের ভুল, মরণে কেন তারে ----

.           *************************  

.                                                                             
সূচিতে . . .      


মিলনসাগর