কবি
অ
ক্ষয়চাঁদ
-এর কবিতা
*
নায়িকার তন্দ্রায়
কবি অক্ষয়চাঁদ
বাঁশি-গরবিনি তুমি,
কার বাঁশি ধারণে তুমি উন্মুখ,
আবুক মেলে দাও প্রজাপতির পাখনায়,
স্মিত বাতাসে ওড়াউড়ি খেলো |
স্বপ্নে ও কল্পনার নীলে অমাবস্যার
নক্ষত্র বসাও, ঔদাসীন্যে
নির্বাচন করো ধ্বনির অভ্যন্তর,
নিজস্ব সুন্দর |
অন্তঃস্থল নেচে ওঠে
কল্পতরু ভারসাম্যে |
অতঃপর বাঁশিও নাছোড়,
রাতভর বাজে নায়িকার তন্দ্রায় |
.
*************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি অ
ক্ষয়চাঁদ
-এর পরিচিতির পাতায় . . .
*
নিয়মানুসারে
কবি অক্ষয়চাঁদ
ঢেকে গেছে চাঁদ মেঘের আড়ালে
ঢেকে গেছে মস্তিষ্কের মায়া
তবু হাওয়া এসে আরো থরোথরো কাঁপে মোমের শিখায় |
তবু আগুন দেখিনা কোনো, প্রকৃতি নির্বাপিত
মোমের শিখায় থরোথরো আমার প্রদাহ
জ্বলন্ত মানুষের পরোক্ষ জ্বলন ঘটনার আবডালে
ফণা তোলে নিয়তির ঈশারায়,
ছোবল মারে না শুধু মেরুদণ্ড খাড়া করে রাখে,
আমি শ্বাস নিই লিঙ্গ অবধি, মনেমনে বুকের
তিমিরে যোনিচিহ্ন আঁকি, সেখানে নিয়মানুসারে |
.
*************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি অ
ক্ষয়চাঁদ
-এর পরিচিতির পাতায় . . .
*
কাঁদে হাওয়া কাঁদে প্রেম
কবি অক্ষয়চাঁদ
তবুও একটি প্রণাম রেখে যাই তোমার অসীমে,
রেখে যাই প্রতিদিনের চোখের জল, রেখে
যাই কত অনর্থের সারাংশ, সাফল্যের ক্ষত,
সর্বোপরি তোমাকেই সঁপে দিই তোমার অভাব |
বৃন্ত থেকে খসে পড়ে ফুল, বর্ণ থেকে খসে
পড়ে আভা, ছন্দপতন ঘটে বাক্যগঠনে |
কালোমেঘে ঢেকে যায় নীলাকাশ,
ঝড় ওঠে, কেঁপে ওঠে অনন্তের বিন্যাস |
জীবনপ্রবাহ থেকে, শরীর থেকে, অনুভূতির
জগৎ থেকে সরে যেতে হবে | অতঃপর
বিস্মৃতির অন্ধকারে হিম হয়ে যাওয়া,
যেভাবে পথে পথে কাঁদে হাওয়া কাঁদে প্রেম |
. *************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি অ
ক্ষয়চাঁদ
-এর পরিচিতির পাতায় . . .