কবি অনির্বাণ দত্ত – জন্মগ্রহণ করেন উত্তর ২৪ পরগনা জেলার নিউব্যারাকপুরে। বর্তমানে তিনি গভর্নমেন্ট কলেজ অব ইন্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি, শ্রীরামপুরে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
কবি সুভাষ মুখোপাধ্যায় আর কবি সুকান্ত ভট্টাচার্যর কবিতায় অনুপ্রাণিত হয়ে লেখালেখি শুরু করেন একদম ছোটোবয়স থেকেই। তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয় ১২ বছর বয়সে ‘সংলাপ’ নামে উত্তর কলকাতা থেকে প্রকাশিত এক সাহিত্য পত্রিকায়। তারপর মোটামুটি ২০০০ সাল থেকে নিয়মিত ভাবে কবিতা চর্চা করে চলেছেন। বিভিন্ন সময়ে তাঁর কবিতা, ছোটোগল্প, অনুগল্প ইত্যাদি প্রকাশিত হয়েছে ‘বৃষ্টিদিন’, ‘কৃত্তিবাস’, ‘কবিসম্মেলন’, ‘আদরের নৌকা’, ‘দলছুট’, ‘সংশপ্তক’, ‘স্প্যাস্টিক', ‘ছন্দবাণী’ প্রভৃতি পত্রিকায় এবং বিভিন্ন বাংলা ওয়েব ম্যাগাজিনে। কবির প্রথম কবিতার বই ‘শূন্যজ’ প্রকাশিত হয় ২০১২ সালে কলকাতা বইমেলায়।
পূর্ববর্তী সময়ে লেখার আনন্দটাই লেখার মুখ্য চালিকাশক্তি থাকলেও প্রত্যেক মানুষের মধ্যে যে অনন্ত, অবিনশ্বর পরম চৈতণ্যময় অনির্বাণ আত্মা বিদ্যমান, সেই শাশ্বত প্রেমের প্রগাঢ় অনুভবকে লেখার মধ্যদিয়ে পাঠকের হৃদয়ে পৌঁছে দেওয়াই বর্তমানে কবি অনির্বাণ দত্তের লেখার এক এবং একমাত্র উদ্দেশ্য।
আমরা মিলনসাগরে কবি অনির্বাণ দত্ত কবিতা তুলে আনন্দিত।
অনির্বাণ দত্ত নামের দুজন কবি। প্রথম অনির্বাণ দত্ত জন্মগ্রণ করেন ১৯৪৬ সালে। দ্বিতীয় অনির্বাণ দত্ত জন্মগ্রহণ করেন ৪.১০.১৯৭৪ তারিখে। এই পাতা দ্বিতীয় অনির্বাণ দত্তর কবিতার পাতা প্রথম অনির্বাণ দত্তর পাতায় যেতে এখানে ক্লিক্ করুন